আফ্রিকান কাপ অব নেশনসে বুধবার রাতে অনন্য এক ম্যাচ উপভোগ করেছে ফুটবল ভক্তরা। মরক্কোর কাসাব্লাঙ্কাতে অনুষ্ঠিত সে ইকোয়াটোরিয়াল গিনি নিজেদের দুর্ভাগা ভাবতে পারে। আর বারকিনো ফাসোর জন্য রাতটা ছিল আনন্দে ভেসে যাওয়ার। নিশ্চিত হারের ম্যাচে যে ইকোয়াটোরিয়াল গিনিকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বারকিনো ফাসো।
‘ই’ গ্রুপের ম্যাচে বারকিনো ফাসোর হারের সব আয়োজন শেষ হয়েছিল। গোল খরায় ভোগা ম্যাচে ৮৫ মিনিটে গোল করে ইকোয়াটোরিয়াল গিনি জয়ের সুবাস পাচ্ছিল। কিন্তু নাটকীয় ম্যাচে ইকোয়াটোরিয়াল গিনি নয়, বারকিনো ফাসো জয় নিয়ে মাঠ ছেড়েছে। ইনজুরি সময়ে দুই গোল করে জয় কেড়ে নেয় বারকিনো ফাসো। এডমন্ড তাপসোবা একেবারে শেষ সময়ে করেন জয়সূচক গোল। তার আগে মিনোউনগো করেন সমতাসূচক গোল।
বিরতির সময় গোলশূন্য ছিল ম্যাচটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় এক ধাক্কা হজম করতে হয় ইকোয়াটোরিয়াল গিনিকে। পঞ্চাশ মিনিটের সময় বাশিলো লাল কার্ড দেখেন। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিএআর দেখে লাল কার্ড দেখিয়ে তাকে বহিস্কার করেন।
১০ জনের দল নিয়ে খেলেও দারুণ লড়াই করেছে ইকোয়াটোরিয়াল গিনি। ৮৫ মিনিটে গোলও পেয়ে যায় তারা। তবে তাদের সেই উৎসব হতাশায় পরিণত করেন এডমন্ড তাপসোবা ও মিনোউনগো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















