একটা ম্যাচ, দুই রকম গল্প। শুরুতে নিয়ন্ত্রিত মুস্তাফিজ , শেষে কিছুটা এলোমেলো। তবু ফলাফলের পাতায় হাসিটা উঠেছে দুবাই ক্যাপিটালস এর দিকেই।
শনিবার আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৯ রানের জয় তুলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তোলে তারা। জবাবে নাইট রাইডার্স থামে ৮ উইকেটে ১৮৭ রানে।
বোলিংয়ের শুরুটা মুস্তাফিজুর রহমান করেছিলেন যথেষ্ট নিয়ন্ত্রিতভাবে। পাওয়ার প্লেতে দুই ওভার করে ব্যাটারদের চেপে ধরেন বাঁহাতি এই পেসার। প্রথম দুই ওভারে দেন মাত্র ১৫ রান। কিন্তু ইনিংসের শেষভাগে সেই ধার আর ধরে রাখতে পারেননি ‘কাটার মাস্টার’। শেষ চার ওভারে রান দেন ৪৭, পান মাত্র একটি উইকেট।
আইএল টি-টোয়েন্টিতে এবারই প্রথম খেলছেন মুস্তাফিজ। টুর্নামেন্টের শুরুতে গালফ জায়ান্টসের বিপক্ষে ২৬ রানে ২ উইকেট নিয়ে নজর কাড়েন। পরের ম্যাচে নাইট রাইডার্সের বিপক্ষেও তিন ওভারে ২২ রানে নেন ২ উইকেট। তবে এক সপ্তাহের বিরতির পর ফের মাঠে নেমে এবার নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।
ফিজের খরুচে দিনের মধ্যেও দুবাইয়ের জয়ের ভিত গড়ে দেন শায়ান জাহাঙ্গির। যুক্তরাষ্ট্রের এই উইকেটকিপার ব্যাটসম্যান ১০ চার ও ৫ ছক্কায় ৫৪ বলে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এক রানের জন্য সেঞ্চুরি মিস হলেও ম্যাচসেরার পুরস্কার ঠিকই ওঠে তার হাতেই। রোভম্যান পাওয়েলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ২৪ বলে করেন ৩৮ রান।
রান তাড়ায় একসময় ১১১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল নাইট রাইডার্স। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৮৪ রান। আন্দ্রে রাসেল ঝড় তুলে আশা জাগালেও শেষ পর্যন্ত কাজ হয়নি। ক্যারিবিয়ান তারকা ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। ওপেনার ফিল সল্ট যোগ করেন ২৯ বলে ৩৩ রান।
এই জয়ে টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হারের পর টানা দ্বিতীয় জয় পেল দুবাই ক্যাপিটালস ।মুস্তাফিজের দিনটা যতটা মলিনই হোক, শেষ হাসিটা রয়ে গেল দলের সঙ্গেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















