এক সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়ে শীর্ষে ডাফি
এক পঞ্জিকাবর্ষে নিউজিল্যান্ডের বোলিং ইতিহাসে নতুন এক মানদণ্ড গড়ে দিলেন জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজসেরা নির্বাচিত হওয়ার পাশাপাশি ৪০ বছরের রেকর্ড ভাঙ্গলেন ডাফি । এই সিরিজে ২৩ উইকেট নিয়ে ডাফি হয়েছেন নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।
একই সঙ্গে এক পঞ্জিকা বছরে ৮১ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে। এর আগে কিউয়িদের হয়ে এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল রিচার্ড হ্যাডলির। তিনি ১৯৮৫ সালে সব মিলিয়ে ৭৯টি উইকেট নিয়েছিলেন।
মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত টেস্টে নিউজিল্যান্ডের রেকর্ড ৩২৩ রানের জয়ের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ডাফি ছিলেন পুরোপুরি বিধ্বংসী। ২২.৩ ওভারে ৪২ রান খরচায় নেন পাঁচ উইকেট। এই ম্যাচজয়ী স্পেলেই নিশ্চিত হয় তার ঐতিহাসিক কীর্তি।
২০২৫ সালে এখন পর্যন্ত ৩৯ ইনিংসে ১৭.১১ গড়ে ৮১ উইকেট নিয়েছেন ডাফি। এর আগে ১৯৮৫ সালে ২৯ ইনিংসে ১৮.৫১ গড়ে ৭৯ উইকেট নিয়ে এক বছরে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি ছিল রিচার্ড হ্যাডলির দখলে।
ম্যাচের মোড় ঘুরে যায় ওয়েস্ট ইন্ডিজের ৮৭ রানের ওপেনিং জুটি ভাঙার পরই। এরপর মাত্র ৫১ রানের মধ্যেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের পুরো ইনিংস। জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে হ্যাডলির সঙ্গে সমতায় পৌঁছান ডাফি। রোস্টন চেজকে আউট করে ছাড়িয়ে যান কিংবদন্তিকে। শেষ পর্যন্ত জেইডেন সিলসকে ফিরিয়ে ব্যবধান আরও বাড়ান এই পেসার।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডাফি বলেন,
লাঞ্চের সময় এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাটা দেখছিলাম। সেখানে অনেক অসাধারণ নাম ছিল। ওই তালিকায় নিজের নাম থাকা সত্যিই বিশেষ অনুভূতির।
এক বছরে ধারাবাহিকতা, নিয়ন্ত্রণ আর আগ্রাসনের নিখুঁত মিশেলে ডাফি প্রমাণ করলেন, নিউজিল্যান্ডের পেস ঐতিহ্য এখনো নতুন গল্প লিখতে জানে।
