এবার ছক্কার দুই নতুন রেকর্ড অভিষেকের । ভারতের ওপেনার অভিষেক শর্মা যেন ছক্কা মারাকে ছেলেখেলা বানিয়ে ফেলেছেন। এই ওপেনার এক সপ্তাহ আগে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এক পঞ্জিকা বর্ষে ১০০ টি-টোয়েন্টি ছয় মারার রেকর্ড গড়েন। ভারতীয় ক্রিকেটে যা কোনো ব্যাটারের নেই। সপ্তাহখানেকের ব্যবধানে ছয়ের আরও দুটি রেকর্ড গড়লেন তিনি।
সোমবার সকালে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৮ রানের লক্ষ্যে নেমে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। তিনটি করে চার ও ছয় মারেন তিনি। টি-টোয়েন্টিতে ২৯৭ ছয় নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় ওপেনার। তারপর তিন ছক্কায় ঢুকে গেলেন ৩০০-এর মাইলফলকে।
ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম এই কীর্তি গড়ার রেকর্ড এখন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের। ১৬৩ ইনিংসে এসেছে এই ৩০০ ছক্কা। টি-টোয়েন্টিতে ২০৫ ইনিংসে ৩০০ ছক্কা মেরে আগের রেকর্ড ছিল লোকেশ রাহুলের।
তবে টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা রোহিত শর্মার। ৪৬৩ ইনিংসে ৫৪৭ ছক্কা মেরেছেন তিনি। ৪১৪ ইনিংসে ৪৩৫ ছক্কায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। সূর্যকুমার যাদব চারশ ছক্কা থেকে পাঁচটি দূরে, ৩৪৫ ইনিংস খেলেছেন তিনি। ৩০০-র বেশি ছক্কা মারা অন্য ভারতীয়রা হলেন সাঞ্জু স্যামসন (৩৬৮), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), লোকেশ রাহুল (৩৩২), সুরেশ রায়না (৩২৫) ও হার্দিক পান্ডিয়া (৩০৮)। সবশেষ সংযোজন হলেন অভিষেক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











