অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েয়েছেন আবারও আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে মর্যাদা ফিরে যাবে খুলনা। একইসাথে রাজশাহীতে বসবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। অন্যদিকে, নীলফামারীতে হবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।
আজ বিকেলে জাতীয় স্টেডিয়াম, ঢাকায় জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) ফাইনাল এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। অবশ্য ব্যস্ততার কারণে বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেই চলে যান যুব ও ক্রীড়া উপদেষ্ঠা।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ফুটবল ও ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলাকে আমরা বিকেন্দ্রীকরণের জন্য কাজ করছি। খেলাধুলার যে ঢাকা কেন্দ্রীকতা সেটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। গ্রাম, গঞ্জ এমনকি অলি-গলি থেকেও খেলোয়াড়দেরকেও জাতীয় পর্যায়ে তুলে আনার জন্য ইকো সিষ্টেম তৈরি করতে আমরা কাজ করছি।’
এই ক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ দুই ক্রীড়া ফেডারেশন বিসিবি ও বাফুফে পরিকল্পনা করছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘বিসিবি ইতিমধ্যেই রিজিওনাল ক্রিকেটের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, তারা পরিকল্পনা করছে। বাফুফে রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করবে।’
ঢাকার বাইরে আন্তর্জাতিক ম্যাচের ভেন্যু করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘যে সব জায়গায় আগে ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করা হতো আমরা তার পরিধি বাড়ানোর চেষ্টা করছি। আমরা আশা করছি এই বছরের মধ্যেই নীলফামারীতে কোন একটা ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ আয়োজ করবো।’
খুলনা ও রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজন করার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘একই সাথে খুলনা এবং রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজন ফিরিয়ে নিয়ে যাবো যাতে করে সেই অঞ্চলের দর্শকরা সরাসরি খেলা দেখার সুযোগ পায়। আমরা এভাবেই বিকেন্দ্রীকরণটা একটা বাস্তবিক রুপ দিতে চাই। শুধু মুখে কথা বলার মধ্যে নয় আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে চাই এবং এই ক্ষেত্রে আপনাদের সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।’