আগামী ২২ মার্চ আর্জেন্টিনা প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ এল সালভাদোর। চারদিন পর দ্বিতীয় ম্যাচে তারা কোস্টারিকার বিপক্ষে খেলবে।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার সামনে দুটো গুরুত্বপূর্ণ মিশন রয়েছে। একটা কোপা আমেরিকা, অন্যটা অলিম্পিক। এ দুই মিশনে সাফল্যের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দেশটি। দুই টুর্নামেন্টের জন্য এ মাসেই দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ জন্য কোচ লিওনেল স্ক্যালোনি দল ঘোষণা করেছেন।
বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি প্রস্তুতি ম্যাচে থাকছেন। সে সঙ্গে অলিম্পিকের কথা বিবেচনা করে কোচ দলে চারজন অনুর্ধ্ব-২০ দলের খেলোয়াড়কেও ডেকেছেন।
স্ক্যালোনির দলের সবচেয়ে বড় চমক হচ্ছে ১৯ বছর বয়সী মিডফিল্ডার ভ্যালেন্টিন বার্কো। মাত্র দুই মাস আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রাইটনে যোগ দিয়েছেন। অনুর্ধ্ব-২০ দল থেকে ডাক পাওয়া অন্য তিন খেলোয়াড় হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো, ব্রাইটনের ফাকুন্ডো বোউনাত্তে ও মোঞ্জার ভ্যালেন্টিন কার্বোনি। ৩৬ বছর বয়সী অ্যাঞ্জেল ডি মারিয়াও ডাক পেয়েছেন দলে।
আগামী ২২ মার্চ আর্জেন্টিনা প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ এল সালভাদোর। চারদিন পর দ্বিতীয় ম্যাচে তারা কোস্টারিকার বিপক্ষে খেলবে। প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার কথা ছিল নাইজেরিয়ার। কিন্তু ভিসা জটিলতার কারণে নাইজেরিয়া যুক্তরাষ্ট্রে আসতে না পারায় তাদের বিপক্ষে খেলা হচ্ছে না আর্জেন্টিনার।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ইমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি।
রক্ষণভাগ: জার্মান পেজাল্লা, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস সেনসি, ভ্যালেন্টিন বার্কো, নাহুয়েল মলিনা।
মাঝমাঠ: ইজিকুয়েল প্যালাসিও, রদ্রিগো ডি পল, অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টার, লিন্দ্রো পারেদেস, এঞ্জো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকো গঞ্জালেস।
আক্রমণভাগ: আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্ডো বোউনাত্তে, ভ্যালেন্টিন কার্বোনি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালা।