বিশ্বকাপ দলগুলোর সর্বোচ্চ উইকেট শিকারীরা

বিশ্বকাপ ক্রিকেটে বৃহষ্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়ে দারুণ এক কীর্তি গড়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি এখন তার। ৪৫ উইকেট এখন তার নামের পাশে। তিনি পেছনে ফেলেছেন জহির খান ও জাভাগাল শ্রীনাথকে। উভয়ের উইকেট শিকার সংখ্যা ৪৪।  প্রত্যেক দেশের হয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট শিকারী কারা তা এবার দেখে নেওয়া যাক।

বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি গ্লেন মাকগ্রাথের। ৩৯ ম্যাচে ৭১ উইকেট শিকার করেছেন তিনি। শুধু অস্ট্রেলিয়ার হয়ে নন, গ্লেন ম্যাকগ্রাথ বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী তিনি।

শ্রীলঙ্কার হয়ে সব বেশি উইকেট শিকার করেছেন মুত্তিয়া মুরালিধরন। ৪০ ম্যাচে তার শিকার সংখ্যা ৬৮। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় মুরালিধরন রয়েছেন দ্বিতীয় স্থানে।

পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি রয়েছে সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের। ৩৮ ম্যাচে তিনি শিকার করেছেন ৫৫ উইকেট।

নিউজিল্যান্ডের হয়ে এ কীর্তি ট্রেন্ট বোল্টের। ২৬ ম্যাচে তার শিকার সংখ্যা ৪৯।

বাংলাদেশের হয়ে এ কীর্তি সাকিব আল হাসানের। দেশ সেরা এ অলরাউন্ডার এ পর্যন্ত বিশ্বকাপে ৩৫ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন। তার শিকার সংখ্যা বাড়ানোর সুযোগ এখনো রয়েছে।

দক্ষিণ আফ্রিকার হয়ে এ কীর্তি ইমরান তাহিরের। গত বিশ্বকাপে তিনি তার শিকার সংখ্যা চল্লিশে নিয়ে গিয়েছিলেন। ২২ ম্যাচে এ শিকার তার। প্রোটিয়াদের হয়ে এখনো তিনি সর্বোচ্চ উইকেট শিকারী।

ইংল্যান্ডের হয়ে এ কীর্তি ইয়ান বোথামের। ১৯৯২ সালে শেষ বিশ্বকাপ খেলা এ পেসার এখনো বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় নেতৃত্ব দিচ্ছেন। ২২ ম্যাচে তার শিকার সংখ্যা ৩০।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কোর্টনি ওয়ালশ। দীর্ঘদেহী এ পেসার বিশ্বকাপে মাত্র ১৭ ম্যাচ খেলেছেন। পেয়েছেন ২৭ উইকেট।

থমাস ওদোয়ো কেনিয়ার হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। ২৫ ম্যাচে তার শিকার ২৩ উইকেট।

*অন্তত ২০ উইকেট পেয়েছেন এখানে তাদের কথা বলা হয়েছে।

Exit mobile version