আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিতর্কিত ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন। প্যারিস অলিম্পিকের জন্য ফ্রান্সে যাওয়া অনেক কর্মকর্তা আর দেশে ফিরেননি। যারা দেশে আছেন তারাও পালিয়ে বেড়াচ্ছেন। আবার কেউ ভোল পাল্টাতে চান। শুরু করেছেন দৌড়ঝাপ। তাদের উদ্দেশ্যে কঠিন বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বলেছেন, ‘ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই’।
যুব ও ক্রীড়া উপদেষ্টার এই বার্তাটি এসেছে মূলত বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ভোল পাল্টানোর প্রক্রিয়া থেকে। শনিবার রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টার বিশাল ছবি টানিয়ে শুভেচ্ছা জানিয়েছে ফেডারেশনটি। শুধু তাই নয় লোক ভাড়া করে এনে যুব ও ক্রীড়া উপদেষ্টার নামে স্লোগানও দিয়েছে তারা।
এই বিষয়ে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমে ছবিও পাঠিয়েছে তারা। যেখানে দেখা যাচ্ছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে মানুষ জড়ো করেছেন সাধারণ সম্পাদক আহম্মেদ আসিফুল হাসান। কমপ্লেক্সের গেটের ওপর ঝুলিয়েছেন আসিফ মাহমুদের বিশাল ছবি। অবাক করা তথ্য শেখ রাসেলের নাম ব্যবহার করে পল্টন ময়দানের একপ্রান্ত দখল করে নেয়া হলেও তুলে ফেলা হয়েছে শেখ রাসেলের নাম তুলে ফেলা হয়েছে।
এই বিষয়টি নজরে আসতেই কঠিন বার্তা দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না। ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এধরণের প্র্যাক্টিস বন্ধ করুন ’।
মজার ব্যাপার হলো যুব ও ক্রীড়া উপদেষ্টার এই পোস্টের পর সংবাদ কর্মীদের কাছে পাঠানো ছবি ডিলিট করে দিয়েছেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহম্মেদ আসিফুল হাসান। এই বিষয়টি জানতে চাইলে খেলা ডট লাইভকে তিনি জানান, ‘খেলোয়াড়রা নিজেদের আগ্রহ থেকে তারা উপদেষ্টাকে সম্মাণ জানিয়েছেন। কিন্তু মন্ত্রণালয় থেকে ফোন করার পর তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। সে কারণে ছবিগুলো মুছে দিয়েছেন।
আওয়ামী লীগের টানা ১৬ বছরের ক্ষমতায় আলোচিত-সমালোচিত ফেডারেশনের মধ্যে অন্যতম বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। দৃশ্যত কোন বড় কার্যক্রম না থাকলেও ঐতিহাসিক ‘পল্টন ময়দানের’ একপ্রান্ত দখল করে বিশাল স্থাপনা বানিয়েছে তারা। নাম দিয়েছে ‘শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স’। কিন্তু নিয়মিত কার্যক্রম পরিচালনা করার দিকে হাটেনি ফেডারেশনটি।