উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে (রাউন্ড অব সিক্সটিন) আজ ইতালিয়ান ক্লাব নাপোলির মুখোমুখি হবে স্পেনের ক্লাব বার্সেলোনা। নাপোলির হোম গ্রাউন্ড স্তাদিও ডিয়াগো আরমান্দো ম্যারাডোনাতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
এই দুই ক্লাবের ম্যাচটিকে আখ্যা দেয়া হয়েছে ম্যারাডোনা ডার্বি হিসেবে। ক্লাব ফুটবলে উভয় দলের জার্সিতেই মাঠ মাতিয়েছেন বিশ্ব ফুটবলের বর্ণিণ চরিত্র ম্যারাডোনা। নাপোলিতে ম্যারাডোনা তো রীতিমতো যাদুকর। ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বার্সোলোনায় কাটিয়ে নাপোলিতে যোগ দিয়ে ম্যারাডোনা কাটিয়ে দেন ১৯৯১ সাল পর্যন্ত।
এটাই ক্লাব ফুটবলে ফুটবল যাদুকরের সবচেয়ে লম্বা সময়। এই সময় ম্যারাডোনার কল্যাণে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে নাপোলি। এই শহরের প্রতিটি মানুষের কাছে এখনও ম্যারাডোনা আকাশসম জনপ্রিয়। সেই শহরেই আজ মুখোমুখি হতে যাচ্ছে ম্যারাডোনার সাবেক দুই ক্লাব।
লিওনেল মেসি যাওয়ার পর বেশ নাজুক অবস্থায় বার্সেলোনা। বর্তমানে লা লিগা চ্যাম্পিয়ন হলেও গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থা ছিল বেশ বিব্রতকর। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই অবস্থাকে পেছনে ফেলে নক আউট পর্বে পৌঁছেছে দলটি।
স্বাভাবিকভাবে গত দুই মৌসুমের ফলাফল নিয়ে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজকে অনেক কথা শুনতে হয়েছে। নাপোলির বিপক্ষে আজকের ম্যাচের আগে এসব নিয়ে ভাবতে রাজি নন তিনি। সমালোচকদের মুখ বন্ধ করার কোনো পরিকল্পনাই জাভির নেই, বরং আজকের ম্যাচে তার দল সমর্থকদের জন্যই খেলবে বলে জানিয়েছেন তিনি।
ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে জাভি বলেন, সমালোচনা নিয়ে আমি ভাবছি না। আমরা নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার কথা ভাবছি। আশা করছি নিজেদের প্রমাণ করার জন্য ভালো একটা মঞ্চ তৈরি রয়েছে। আমরা সমালোচকদের মুখ বন্ধ করা নিয়ে চিন্তা করতে চাই না। আমরা আমাদের সমর্থকদের জন্য খেলবো। আমরা এখন শেষ ষোলোতে। গত দুই মৌসুমে আমরা এখানে আসতে পারিনি। আশা করছি এবার আমরা অনেক দূর যাব।’
এদিকে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে নামার আগে কিছুটা অস্বস্তিতে নাপোলি। এ ম্যাচের একদিন আগে নিয়মিত কোচ ওয়াল্টার মাজারিকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফ্রান্সেসকো কালজোনা। এ সম্পর্কে জাভি বলেন, ম্যাচের কয়েক ঘন্টা আগে তারা তাদের কোচ পরিবর্তন করেছে। অবশ্য এর উপযুক্ত কারণও রয়েছে। তবে এ ভাবে একটা ভালো ম্যাচ খেলা যায় না। তারপরও আমরা আমাদেরকে মোটেও ফেভারিট ভাবছি না। বরং উভয় দলের সামনে সমান সুযোগ রয়েছে।’
জাভি আরও বলেন, আমরা এবারের লিগ শিরোপা জয় করেছি। তারপরও এটা আমাদের সেরা মৌসুম নয়। যদি আমরা ফেভারিট হই তাহলে মাঠে তার প্রমাণ দিতে হবে। সেটা চ্যাম্পিয়ন্স লিগে হোক আর ঘরোয়া লিগে হোক।’