ভারতের নারী ফুটবল লিগে জয় দিয়ে মিশন শুরু করেছিল ইস্ট বেঙ্গল। তারপর থেকে দলটির সঙ্গে আর সাফল্যের দেখা নেই। একের পর এক পয়েন্ট হারিয়ে চলেছে তারা। টানা ৯ ম্যাচে পয়েন্ট হারিয়েছে দলটি। আট ম্যাচে হার, এক ম্যাচে ড্র। সর্বশেষ ম্যাচে আজ অ্যাওয়েতে হপস ফুটবল ক্লাবের কাছে ০-৩ গোলে হেরেছে দলটি। বিরতির আগে জয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল।
ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থানই বলে দিচ্ছিল ম্যাচের ফল কি হতে পারে। ম্যাচে তার ব্যতিক্রম কিছু ঘটেনি। শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা হপস তাদের চতুর্থ জয় তুলে নিয়েছে। এ ম্যাচের আগে সাত দলের এই লিগে পয়েন্ট টেবিলে ইস্ট বেঙ্গলের ঠিক উপরেই ছিল হপসের অবস্থান।
বর্তমানে ইস্ট বেঙ্গল ১০ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। আর হপসের পয়েন্ট ৯ ম্যাচে ১৩। তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। গোকুলাম কেরালা ফুটবল ক্লাব ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের কিকস্টার্ট ফুটবল ক্লাবেরও পয়েন্ট সমান ম্যাচে ২০। তবে তার গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে।
আজ হপসের স্বস্তির জয়ে গোল করেছেন পুজা, গ্লাদিস আমফোবিয়া ও ফ্রেডিরিকা তোরকুদজর। ২৬ মিনিটে পুজা গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির ৫ মিনিটে আগে আমফোবিয়া ব্যবধান দ্বিগুন করেন। সে সঙ্গে দলের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মূহুর্তে স্কোরশিটে নাম লেখান তোরকুদজার। সে সঙ্গে ইস্ট বেঙ্গলের হারটা নিশ্চিত করেন।
সানজিদা আকতার একমাত্র বিদেশি হিসেবে ইস্ট বেঙ্গলে খেলছেন। প্রথম ম্যাচেই দারুণ এক গোল করে সবার নজর কাড়েন তিনি। এ পর্যন্ত এই এক গোলই সানজিদার ভান্ডারে।