অবসরের বিষয়টি পরিষ্কার করলেন মেসি!

মেসি কবে অবসরে যাচ্ছেন? এই প্রশ্নটা যেন অবধারিতভাবে সামনে চলে আসছে। ইনজুরির কারণে ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মাঠে নামছেন না। খেলেননি জাতীয় দলের হয়ে সর্বশেষ দুই ম্যাচ। অথচ এই বিষয়ে মিডিয়ায় কোন তথ্য দিচ্ছে না মেসির ক্লাব ও জাতীয় দল। এমনকি দুই কোচ লিওনেল স্কালোনি ও টানা মার্টিনো এই বিষয়টি মুখ খুলছেন না।

ফলে মেসির অবসরের বিষয়ে গুঞ্জন ক্রমেই ডালপালা ছড়াচ্ছে। এদিকে, তার একটি সাক্ষাৎকার ঘিরে অবসরের বিষয়টা আবারও সামনে চলে এসেছে।

সৌদি আরবের রিয়াদ ভিত্তিক এমবিসি’র ‘বিগটাইম’ পডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ‘শরীর যতদিন ফিট থাকবে ততদিন খেলা চালিয়ে যাবেন। এই ক্ষেত্রে বয়স কোন ব্যাপার না। খেলার মাঠে সতীর্থদের সাহায্য করার বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ।’

এই বিষয়ে মেসি জানিয়েছেন যে, তিনি ভালকরেই জানেন, কখন তার মাঠে থাকা উচিত আর উচিত নয়। ফলে তাকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। মেসির এই বার্তা কোচদের উদ্দেশ্যে কিনা, সেই বিষয়টি অবশ্য খোলাসা করেননি নাম্বার টেন।

আটবারের ব্যালন ডি অর জয়ী এবারের কোপাতেও দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন বলে ধরে নেয়া যাচ্ছে। কিন্তু মেসির সাম্প্রতিক ইনজুরি বড় একটা প্রশ্ন সামনে এনে দাঁড় করিয়েছে। আর তা হলো মেসি কি তার শেষের শুরুটা দেখে ফেলেছেন?

পডকাস্টেরআলোচনায় এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। তিনি জানান, ফুটবল খেলা ছেড়ে দিতে হবে এই বিষয়টাই তিনি ভাবতেই পারেন না। তাই অবসর নিয়ে এখনও কিছু ভাবেননি। তাই প্রতিটা দিনই উপভোগ করে যাচ্ছেন।

Exit mobile version