‘আম্মা, তোমার ছেলে প্রাচ্যের অক্সফোর্ডে পৌঁছে গেলো’

তাওহীদ হৃদয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়। ভর্তি হয়েছেন লোক প্রশাসন বিভাগে। প্রাচ্যের অক্সফোর্ডে ভর্তি হয়ে দারুণ খুশি ক্রিকেটের নতুন এই তারকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই আজ বুধবার নিজের মাকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হৃদয়। 

নিজের ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সত্যি হয়েছে। ফ্যাকাল্টির আচরণে আমি মুগ্ধ। আশা করি, সবার দোয়ায় ভালোভাবে গ্রাজুয়েশন সম্পন্ন করতে পারব।’

হৃদয় লিখেছেন, ‘আম্মা তোমার ছেলে খেলাধুলার পিছে সময় দিয়ে অক্সফোর্ড পর্যন্ত পৌঁছাতে না পারলেও, প্রাচ্যের অক্সফোর্ডে কিন্তু ঠিকই পৌঁছে গেলো। ’

খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক প্রথম বর্ষ) ভর্তির  জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৪৯ জন খেলোয়াড়। 
খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে গত জুলাইয়ে নতুন নীতিমালা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই নীতিমালার আওতায় খেলোয়াড় কোটায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Exit mobile version