এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীরা

আর মাত্র কয়েকঘণ্টা। তারপরেই পর্দা উঠছে এশিয়া কপের। ১৬তম আসরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এবার হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরমেটে আয়োজন করা হয়েছে। এবারের এশিয়া কাপে ব্যাটারদের সাথে সাথে বোলারদের দিকে নজর রাখছেন ক্রিকেট বিশ্লেষকরা। এশিয়া কাপের সেরা উইকেট সংগ্রহকের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান। এবারও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই তারকা অলরাউন্ডার।

সাকিব আল হাসান এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে  সাকিবের উইকেট সংখ্যা ১৯টি। সাকিবের পাশাপাশি আছেন আব্দুর রাজ্জাক। ওয়ানডেতে তিনি ১৮ ম্যাচে ২২টি উইকেট নিয়েছেন। একদিনের ক্রিকেটে তার অভিষেক হয়েছে এশিয়া কাপে।

শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধন। বোলিংয়ে খুব রেকর্ডই আছে যা তার দখলে নেই। এর মধ্যে এইটি একটি। মুরালিধন ২৪ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মোট ৩০টি। তালিকার প্রায় সবাই স্পিনার হলেও একজন রয়েছেন ফাস্ট বোলার। তিনি হলেন ক্রিকেট কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। এখন পর্যন্ত ছয়টি এশিয়া কাপ খেলেছেন মালিঙ্গা। ১৪ ম্যাচ খেলে মোট ২৯টি উইকেট নিয়েছেন তিনি। এরপরে আছেন, অজন্তা মেন্ডিস। মাত্র আটটি ম্যাচ খেলে ২৬টি উইকেট নিয়েছেন এশিয়া কাপে। ২০০৮ সালের এশিয়া কাপ আসরেই ১৭টি উইকেট পেয়েছেন অজন্তা মেন্ডিস।

তারপরে যার নাম আসে তিনি হলেন পাকিস্তানের সাইদ আজমল। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ১২টি এশিয়া কাপ ম্যাচ খেলে সাইদ আজমলের উইকেট সংখ্যা ২৫টি। তারপরে যার নাম আসে তিনি হলেন চামিন্দা ভাস। ১৯ ম্যাচে তিনি ২৩ উইকেট নিয়েছেন।

সেরা উইকেট সংগ্রহকদের পাঁচজনের তালিকায় ভারতীয় কেউ না থাকলেও কাছাকাছি রয়েছেন ফাস্ট বোলার ইরফান পাঠান।  ১২টি ম্যাচ খেলে ২২টি উইকেট নিয়েছেন এই তারকা স্পিনার। এরপরে আছেন রবীন্দ্র জাদেজা। ১৪ ম্যাচ খেলে ১৯ উইকেট পেয়েছেন এই তারকা স্পিনার।

Exit mobile version