এশিয়া কাপ-২০২৩ : বিরাটে মজেছেন আফগান তরুনী

বিরাট কোহলি ও ওয়াজমা আইয়ুবী

২০২২ সালে দুবাই এশিয়া কাপে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ চলাকালীন সময়ে আফগানিস্তানের পতাকা ধরে গলা ফাটাতে দেখা গিয়েছিলো এক সুন্দরী তরুনীকে। তাকে নিয়ে মুহূর্তেই নেটদুনিয়ায় তোলপাড় হয়ে যায়। সেই রহস্যময়ী তরুনীর নাম ওয়াজমা আইয়ুবি। তিনি একজন মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আফগানিস্তানের নারী ওয়াজমা তাঁর সৌন্দর্যের জন্য ক্রিকেট ভক্তদের মাঝে বেশ বিখ্যাত।

গত বছর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে আফগানিস্তান দলের হয়ে উল্লাস করতে দেখা গিয়েছে তাকে। মূলত এরপরেই আলোচনায় আসেন তিনি। আফগানদের সমর্থন দিতে তাকে প্রায়ই মাঠে দেখা যায়। চলতি এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হয়েছে আফগানিস্তানকে। সুপার ফোর নিশ্চিতের ম্যাচে লড়াই করেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আফগানরা। তাই তাঁরা ভারতীয় দলকে সমর্থন করছে।

ওয়াজমা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোষ্ট করে সেখানে ভারতকে তাঁর দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেছেন। ওয়াজমা আইয়ুবি ভারত-পাকিস্তান ম্যাচে শুধু ভারতকে সমর্থনই করেননি, টিম ইন্ডিয়ার জার্সিও পরেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর সেই ভিডিও ভাইরাল হয়েছে। আরব আমিরাতে বসবাসরত বলিউডের হিরোইন হওয়ার স্বপ্ন দেখা ক্রিকেটপ্রেমী ওয়াজমা ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আফগানিস্তান যখন ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হবে তখন চেন্নাইতে একই স্টাইলে পাকিস্তানকে হারাব আমরা। এটি দেখার অপেক্ষা করতে কষ্ট হচ্ছে আমার। ‘পরবর্তী এক পোষ্টে ওয়াজমাকে ভারতীয় জার্সিতে পোজ দিতে দেখা গেছে। সেখানে তিনি লিখেছেন, ‘অভিনন্দন ভারত! আহা কী দারুণ জয়। ‘

ভারতীয় দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলির একজন বড় ভক্ত ওয়াজমা। আইপিএল চলাকালীন একটি টুইটে সেটি উল্লেখ করে কোহলিকে সমর্থন করেছিলেন তিনি। আজ শ্রীলঙ্কা বনাম ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে সামনে রেখে একটি ছবি টুইট করেছেন ওয়াজমা। সেখানে বিরাটের সাইন করা একটি জার্সি গায়ে দেখা গিয়েছে তাকে। টুইটে তিনি লিখেছেন, ‘আমার পছন্দের দল ভারতকে সাপোর্ট করতে আমি যেই জার্সিটি পরিধান করেছি সেটি বিরাট ২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে পরিধান করেছিলো। এই জার্সিটি তিনি নিজে সাইন করে দিয়েছেন। আমি এইটা তখনই পরিবর্তন করবো যখন গোটের কাছ থেকে নতুন আরেকটি সাইন করা জার্সি পাবো। ‘

ওয়াজমা আইয়ুবি দুবাইয়ে বসবাসরত একজন আফগান ব্যবসায়ী। দুবাইয়ের একটি প্রসাধনী সংস্থার মালিক তিনি। এছাড়াও তিনি গ্লোবাল ডিজাইন ফার্ম ‘মেড ইন আফগানিস্তান- এর প্রতিষ্ঠাতা। চাকরি করতে দুবাই গিয়েছিলেন। তবে তিনি ঠিক করেন কারও অধীনে কাজ না করে স্বাধীনভাবে কাজ করবেন তিনি। সেই ভাবনা থেকেই নিজস্ব প্রসাধনী সংস্থা খোলার সিদ্ধান্ত নেন ওয়াজমা। প্রসাধনী সংস্থার মালিক হওয়ার পাশাপাশি দুবাইয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। ওয়াজমা একজন সমাজকর্মী হিসাবেও কাজ করেন। দেশে থাকা বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে বহু বার আওয়াজ তুলেছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফ্যান বেস সাড়ে পাঁচ লাখের বেশি। টুইটারে তাঁর ৮৮ হাজারের বেশি ফলোয়ার রয়েছে।

খেলার প্রতি ভালোবাসা ছাড়াও হিন্দি সিনেমার প্রতি গভীর প্রীতি রয়েছে ওয়াজমার। আফগান এই সুন্দরীর ইচ্ছা বলিউডে অভিনয় করার। এছাড়াও মোটরবাইকে চড়ে এদিক-ওদিক ঘুরে বেড়ানোর শখ তাঁর। শুধু খেলা বা ব্যবসা নয় নিজ দেশ আফগানিস্তানে নারীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে সোচ্চার হতে দেখা গেছে তাকে। মেয়েদের স্কুল খুলে দেয়ার আহ্বান জানিয়ে একটি প্ল্যাকার্ডও ইন্সটাগ্রামে পোস্ট করেন আলোচিত এই আফগান নারী।

Exit mobile version