এশিয়া কাপ: আফগানদের বিপক্ষে যেমন বাংলাদেশ চাই

আফিফ হোসেন ও তানজিদ তামিম

রাশিদুল ইসলাম শাওন:
১. টপ অর্ডার: ওপেনিং এ লিটন দাশের অনুপস্থিতি ভোগাবে। নাঈম শেখকে ঘরের মাঠে ওডিআই সিরিজে আফগান ওপেনিং বোলার ফারুকি এবং মুজিব এর সামনে অসহায় মনে হয়েছে। ফারুকির অফ স্টাম্পের আউটসুইং বলগুলোতে নাঈম শেখকে নড়বড়ে মনে হয়েছে। টি-২০ সিরিজের লাস্ট ম্যাচের ওপেনিং এ আফিফের ব্যাটিং ভালো ছিল। আফগানদের বিপক্ষে এশিয়া কাপেও আফিফকে দিয়ে ওপেন করানোটা টিম ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারে। সেক্ষেত্রে ইনিংসের শুরুটা সামাল দেওয়া যাবে। ওপেনিং এ তানজিদ তামিম আর আফিফ। তিনে শান্ত থাকবে।

২. মিডল অর্ডার: মিডল অর্ডারেতো পরিবর্তনের সুযোগ নেই। শুধু তৌহিদকে ৪-এ উঠিয়ে সাকিব ৫-এ ব্যাট করলে ভালো হবে। এর পেছনে যুক্তি হলো তৌহিদের বর্তমান ফর্ম আর ডান হাত-বাম হাত কম্বিনেশন। তৌহিদ যদি চালিয়ে যেতে পারে তাহলে রানরেটটা ভালো থাকবে আর সাকিব পরে এসে অ্যাটাকের লিড দিতে পারবে। সাকিব যদিও ভার্সেটাইল তারপরও শেষ কিছুদিনে সাকিবের ইনিংস বিল্ড করার এক্সপিরিয়েন্স কিছুটা কম অনেক টি-২০ ম্যাচ খেলার কারনে। মুশফিক ৬-এ ঠিক আছে।

৩. অলরাউন্ডার অপশন: আফগানদের বিপক্ষে ব্যাটিং লাইন-আপ বড় করাই সেফ। সেক্ষেত্রে ৭-এ শামিম আর ৮-এ মিরাজ। পরিস্থিতি বুঝে তাদের পজিশন পরিবর্তন করা যাবে। শামিম ভালো এটাকিং অপশন। যদি দ্রুত রান তোলার প্রয়োজন হয় তবে শামিম ৭-এ আসবে। ডিফেন্স দরকার হলে মিরাজ ৭-এ আসবে।

৪. বোলার: ৩ পেসার চাই। তাসকিন,হাসান,শরিফুল। উইকেট স্লো হলে শরিফুলের জায়গায় মুস্তাফিজ আসবে। সাকিব আর মিরাজের বাইরে অতিরিক্ত স্পিনার নেওয়ার সুযোগ নেই। প্রয়োজনে পার্ট টাইম হিসেবে শান্ত ৩/৪ ওভার করতে পারবে।

একাদশ দাঁড়াচ্ছে এরকম:

তানজিম তামিম, আফিফ, শান্ত, তৌহিদ, সাকিব, মুশফিক, শামিম, মিরাজ, তাসকিন, হাসান, শরিফুল/মুস্তাফিজ।


লেখক – ক্রীড়া বিশ্লেষক ও সিইও- ইনফো স্টেশন

Exit mobile version