তামিমকে দলে চেয়ে দর্শকের প্ল্যাকার্ড

দর্শক খরায় ভুগছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ১৩ জানুয়ারি বুধবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেও মাঠে দর্শকের দেখা পাওয়া যায়নি। দ্বিতীয় ম্যাচ বন্ধের দিন শুক্রবার হওয়ায় প্রত্যাশা ছিলো মাঠে হয়তো দর্শকরা ভিড় করবেন। কিন্তু সে আশায় গুড়েবালি।

পশ্চিম দিকের গ্যালারিতে তিন ভাগের একভাগ পূর্ণ হলেও পূর্ব দিকের গ্যালারি বিকাল সাড়ে চারটা পর্যন্ত বেশ ফাঁকাই ছিলো।

‘লোকাল বয়’ তামিমের না থাকাটা বেশ প্রভাব পড়েছে বলেই দাবী করলেন মাঠে খেলা দেখতে আসা দর্শকরা। তাদের বিশ্বাস, ‘বোর্ডের অন্যায় আচরণের কারণেই তামিম ইকবাল দলের বাইরে আছেন।’ বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিম ইকবালের সরে যাওয়াটা অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে বলেই বিশ্বাস করেন চট্টগ্রামের দর্শকরা।

Exit mobile version