তৌহিদের হৃদয় জয়

জাফনা কিংসের জার্সিতে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তৌহিদ হৃদয়

আগে ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের কোনও ক্রিকেটারের নজর কাড়া মানে অবধারিতভাবে তাঁর নাম হতো সাকিব আল হাসান। সাকিবের পর মুস্তাফিজুর রহমানও আইপিএল খেলে নিজের জাত চিনিয়েছেন। সেই ধারাটা এখন ক্রমশ বদলাচ্ছে। লিটন দাসকে নিয়ে আগ্রহ বেড়েছে বিদেশি ফ্র্যাঞ্চাইজি দলগুলির। সদ্য সমাপ্ত হওয়া জিম্বাবুয়ের টি-১০ লিগে রং ছড়িয়েছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এবার লঙ্কা প্রিমিয়ার লিগের আসরে বাংলাদেশের আরো একটি তারা দেখলো ক্রিকেটবিশ্ব।

লঙ্কান লিগের উদ্বোধনী ম্যাচেই দাপুটে হাফ-সেঞ্চুরি করে স্পটলাইট কেড়ে নিলেন বাংলাদেশের উঠতি তারকা তৌহিদ হৃদয়। প্রথমবারের মতো বিদেশের কোনো টি-২০ লিগে খেলতে গিয়েই আলো ছড়িয়েছেন দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তারকা। গতকাল কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জাফনা কিংসের জার্সিতে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। শুরুটা মন্থর হলেও ক্রমেই নিজেকে মেলে ধরতে শুরু করেন ২২ বছর বয়সী এই ব্যাটার। ব্যক্তিগত ইনিংসের প্রথম ৮ বলে ৫ রান করা হৃদয় করুনাত্নের ওভারে টানা দুই চার মেরে খোলস ছেড়ে বের হন। চার নম্বরে ব্যাটিং করতে নামা তৌহিদ হৃদয় শুরু থেকেই বেশ সাবলীল খেলেছেন। শুরুতে দেখেশুনে খেলে শেষ দিকে তিনি মারমুখী হন। ইনিংস সাজান চারটি বাউন্ডারি ও একটি ছক্কায়।

প্রেমাদাসা স্টেডিয়ামে তার লড়াকু ইনিংসে ভর করে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারশেষে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছিলো জাফনা কিংস। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় কলম্বো। ফলে ২১ রানের জয় দিয়ে এলপিএলে শুভসূচনা করলো জাফনা। আর চ্যাম্পিয়নদের এই জয়ের নায়ক বাংলাদেশের তৌহিদ হৃদয়।

জাফনার হয়ে তৌহিদ হৃদয় মাঠে নামলেও, কলম্বোর হয়ে মাঠে নামার সুযোগ হয়নি আরেক বাংলাদেশী শরিফুল ইসলামের।

Exit mobile version