ভারতে চলমান বিশ্বকাপ আসর নিয়ে বিতর্ক কম হয়নি। বিশের করে দিন তারিখ পরিবর্তন নিয়ে। বিশ্বকাপ শুরুর পরও সেই বিতর্ক পিছ ছাড়েনি । আবারো পরিবর্তন হতে পারে ভেন্যু।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ধর্মশালার আউটফিল্ড নিয়ে প্রশ্ন উঠেছিল। আউটফিল্ডের বিভিন্ন জায়গায় ঘাস উঠে যাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিরা ধর্মশালায় গিয়েছিলেন। আউটফিল্ড দেখে তারা সন্তুষ্ট হতে পারেননি। ‘সাধারণ মানের আউটফিল্ড’ বলে তারা মন্তব্য করেছেন।
আইসিসির রিপোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তাহলে ধর্মশালা থেকে কি বাকি ম্যাচগুলো সরিয়ে নেওয়া হবে- এমন প্রশ্ন উঠেছে। তবে রিপোর্টে কিছুটা স্বস্তির সংবাদ রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য। আইসিসি প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ ধর্মশালায় হতে সমস্যা হবে না। এ ম্যাচের পর আবার আউটফিল্ড পরীক্ষা করা হবে।
আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘পিচ এবং আউটফিল্ডের অবস্থা খতিয়ে দেখা হয়েছে। আইসিসির পিচ এবং আউটফিল্ড মনিটরিং কমিটির সদস্যেরা বিষয়টি দেখছেন। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর তারা আউটফিল্ডকে সাধারণ বলে মন্তব্য করেছেন। পরের ম্যাচটি হতে সমস্যা হবে না। মঙ্গলবারের ম্যাচ রেফারির রিপোর্ট দেখা হবে।’ উল্লেখ্য, ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। অর্থাৎ, শ্রীনাথের রিপোর্টের উপর নির্ভর করবে বিসিসিআইয়ের মান।
ধর্মশালার আউটফিল্ড নিয়ে চিন্তিত বাংলাদেশ এবং ইংল্যান্ড শিবির। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো জানিয়েছেন, ‘চোট বাঁচিয়ে খেলতে হবে। আউটফিল্ড নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ঝাঁপিয়ে বল বাঁচাতে গেলে হাঁটুতে চোট লাগতে পারে। শরীর মাটিতে আটকে গিয়ে চোট লাগতে পারে। তাই আমাদের পরিকল্পনা অনুযায়ী ফিল্ডিং করতে হবে।’ আউটফিল্ডের জন্য কোনও ক্রিকেটারের চোট লাগলে সেখানে খেলতে রাজি নাও হতে পারে দলগুলি।
বিশ্বকাপ শুরুর আগেই ধর্মশালার আউটফিল্ড নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেপ্টেম্বরের শুরুতে বিশ্বকাপের মাঠগুলি পরিদর্শন করেছিলেন আইসিসির প্রতিনিধিরা। তখনই ধর্মশালার আউটফিল্ডের ঘাসে ছত্রাক সংক্রমণ ধরা পড়েছিল। মাঠের বিভিন্ন অংশের ঘাস নষ্ট হয়ে যাচ্ছিল। তখনই বিসিসিআই কর্তাদের সতর্ক করেছিলেন আইসিসি কর্মকর্তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















