বিশ্বকাপ ২০২৬ ও এশিয়ান কাপ ২০২৭ এর যৌথ বাছাইয়ের ফিরতি পর্বে আর প্যালেস্টাইনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কিংস অ্যারেনায় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হচ্ছে। কুয়েতের মাটিতে ৫-২-৩ ফর্মেশনে আক্রমণাত্নক কৌশল নেয়া বাংলাদেশ এই ম্যাচে ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামছে।
২১ তারিখের ম্যাচের প্রথম একাদশ থেকে আজ দু’টি পরিবর্তন করে দল সাজিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ১৮ নাম্বার জার্সিধারী ডিফেন্ডার ইসা ফয়সালের জায়গায় খেলবেন ২ নাম্বার জার্সিধারী শাকিল হোসেন। মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানার (১৬ নাম্বার জার্সিধারী) জায়গায় প্রথম একাদশে আছেন ১৭ নাম্বার জার্সিধারী সোহেল রানা।
আরও একটা পরিবর্তন করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ২০ নাম্বার জার্সিধারী মজিবর জনি আগের ম্যাচে স্ট্রাইকার পজিশনে খেললেও এই ম্যাচে মাঝমাঠ সামলাবেন।