ব্রাজিলের ১৭ বছরের এন্ডরিকে থামলো ইংল্যান্ডের জয়রথ

আন্তর্জাতিক ফুটবল টানা ২০ ম্যাচে অপরাজিত ইংল্যান্ড। সেই দলটাকেই কিনা তাদের গর্বের মাঠ ওয়েম্বলিতে হারিয়ে দিলো ব্রাজিল। সাম্প্রতিক পারফরমেন্সে তলানিতে থাকা সেলেকাওরা জয়টা পেয়েছে ১৭ বছর বয়সি স্ট্রাইকার এন্ডরিকের গোলে। ম্যাচের ৮০তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন পালমেইরাসে খেলা এই ফুটবলার।

আর দশটা ব্রাজিলীয়র মতো তার নামটাও বিশাল, এন্ডরিক ফেলিপ মোরেইরা ডি সোসা। অথচ মাত্র ১৭ বছর বয়সেই নিজের নামটাকে আকাশসম উচ্চতায় নিয়ে গেছেন কোচ দরিভালের এই শিষ্য।

এই বয়সেই নিজের নামে বিস্ময় তৈরি করেছেন। অনেকে তার মধ্যে পেলের ছায়া দেখছেন। ওয়েম্বলিতে গোল করে তাকে নিয়ে উচ্ছ্বাস যে বাড়াবাড়ি পর্যায়ে যাবে সেই বিষয়ে আর না বললেও চলে।

ওয়েম্বলিতে সবচেয়ে কমবয়সে গোলের রেকর্ডটাও এখন এন্ডরিকের দখলে। গোলটা সাদামাটা হলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্নায়ুচাপের পরীক্ষায় উৎরে গেছেন তিনি। তাকে নিয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর মাতামাতি যে বাড়াবাড়ি নয় এন্ডরিকের এই গোল তাই প্রমাণ করে।

Exit mobile version