মেসিহীন আর্জেন্টিনা এল সালভাদরকে হারালো আয়েশে

এবার এল সালভাদরের বিপক্ষেও মেসির খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। নাম্বার টেন শেষ পর্যন্ত ম্যাচটি খেলেননি। অবশ্য ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসি কি শেষের শুরুটা করে দিয়েছেন? ইনজুরির কারণে এলএম টেন কোন ম্যাচে খেলবেন, সেই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে। চীনের মাটিতে মেসি না খেলায় আলোচনা-সমালোচনা পেরিয়ে বিষয়টি চীনের সাথেই আর্জেন্টিনার ফুটবল কূটনীতেতে বড় প্রভাব ফেলেছে।

এবার এল সালভাদরের বিপক্ষেও মেসির খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। নাম্বার টেন শেষ পর্যন্ত ম্যাচটি খেলেননি। অবশ্য ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের ১৬তম মিনিটেই ক্রিস্টিয়ান রোমেরো গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন। বিরতির তিন মিনিট আগে ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেও প্রতিপক্ষের ওপর চড়ায় হয় বিশ্বচ্যাম্পিয়নরা। ৫২তম মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান টটেনহ্যামে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার জিওভানে লে সেলসো।

আগামী ২৭ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

Exit mobile version