যে কারণে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি বদলাচ্ছে

বাবর আজম ও জস বাটলার

দোরগোড়ায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এরইমধ্যে হিন্দু ধর্মালম্বীদের পবিত্র উৎসব নবরাত্রির কারণে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ একদিন এগিয়ে ১৪ নভেম্বর করার সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এবার ১১ নভেম্বরের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও  পাল্টাতে বিসিসিআইকে অনুরোধ জানিয়েছে সিএবি। 


১২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওইদিন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কালী পূজা। এজন্য নিরাপত্তার মাত্রা আরো জোরদার করা কঠিন হয়ে পড়বে।

ক্রিকইনফোর বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার শহর পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন সিএবি কর্মকর্তারা। উৎসবের দিনের ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে তাদের জানানো হয়েছে। তারই প্রেক্ষিতে বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে ম্যাচটির সূচি পালটানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

Exit mobile version