বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে এবার প্রধান নির্বাচক হিসেবে বেছে নেয়ার ঘটনায় উত্তাপ ছড়িয়েছে খোদ বিসিবিতেই। বোর্ড পরিচালক ও জাতীয় দলের দেখভাল করার দায়ীত্বে থাকা ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করা আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাছেই বিষয়টি বিস্ময়কর।
লিপুকে বেছে নেয়ার পর সুজনের ‘বিস্ময়কর’ মন্তব্যকে আবার অখেলোয়াড়সূলভ হিসেবে দেখছেন অনেক সাবেক ক্রিকেটার। বিসিবি’র সাথে এই সব ক্রিকেটাররা নানাভাবে যুক্ত থাকায় ‘কোড অফ কনটাক্টের’ কারণে এই বিষয় নাম প্রকাশ করতে চাননি। তাদের মতে, ‘তরুণ ক্রিকেটার বিশেষ করে যারা ক্রিকেট ফলো করেন তাদের কাছে সিনিয়রদের ‘রেষারেষি’ ভুল বার্তা যাবে।’
১২ ফেব্রুয়ারি বর্তমান কমিটির নবম সভায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে এমন আভাস আগেই ছিলো। সেখানে বাংলাদেশ ওয়ানডে দলের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর প্রধান নির্বাচক হয়ে আসাটা চমকই বলা যায়। এমনকি মিনহাজুল আবেদীন নান্নুর সাথে হাবিবুল বাশার সুমনকে সরিয়ে দেয়ার বিষয়টিও অনেকেই কাছে আলোচনা জন্ম দিয়েছে।
সাবেক অধিনায়ক বাশারের জায়গায় এসেছেন জুনিয়র দলের নির্বাচক হিসেবে কাজ করা হান্নান সরকারকে। তিন নির্বাচক প্যানেলে একমাত্র আব্দুর রাজ্জাকই টিকে গেছেন।
লিপুর নিয়োগ নিয়ে খালেদ মাহমুদ সুজনের মন্তব্য চেয়েছিলেন গণমাধ্যম কর্মীরা। কিন্তু সুজন যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। বিসিবি’র প্রভাবশালী এই পরিচালক ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন ক্রিকেট অপারেশন্স কমিটিতে।
পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে দুর্দান্ত ঢাকার কোচ হিসেবে কাজ করছেন খালেদ মাহমুদ। এই মুহুর্তে বিপিএলে চলছে চট্টগ্রাম পর্ব।