শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছে নাজমুল হাসান শান্তর বাংলাদেশ। চট্টগ্রামে লঙ্কানদের ২-১ ব্যবধানে দ্বিতীয়বার তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। সামনে এখন টেস্ট সিরিজ। সিলেট ও চট্টগ্রামে দুই দল দুটি টেস্ট খেলবে।

সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২২ মার্চ। সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে নতুন মুখ নাহিদ রানা।

২১ বছর বয়সি পেসার নাহিদ রানার প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০২১ সালের নভেম্বরে অভিষেক হয়। এর পর ১৫ ম্যাচে ম্যাচ ৬৩ উইকেট নিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না লিটন দাস। এক সিরিজ পরই দলে ফিরলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাশ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

Exit mobile version