স্কালোনির দলে মেসিসহ আরেকজনের জায়গাই কেবল পাকা

কোপা আমেরিকা ২০২৪

একটা সময় মেসীর সাথে জাতীয় দলে খেলেছেন, সেই মেসিকে নিয়ে ৩৬ বছরের ব্যবধানে আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন অধরা বিশ্বকাপ। বিশ্বকাপ জয়ের পর পরই কড়া বার্তা দিয়েছেন খেলোয়াড়দের প্রতি। তার দলে কারও জায়গা চূড়ান্ত নয়। টিকে থাকতে হলে দিতে হবে পরীক্ষা। সেই স্কালোনি জানিয়ে দিলেন আগামী জুনে ‍শুরু হতে যাওয়া ফুটবলের শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে মেসিসহ মাত্র দু’জন খেলোয়াড়ের জায়গাই কেবল পাকা।

মেসির সাথে অন্য নামটি অবধারিতভাবে ‘ডি মারিয়া’। কোপা ও বিশ্বকাপের ফাইনালে গোল আছে মারিয়ার। বর্ণিল ক্যারিয়ার ডি মারিয়ার। খেলেছেন ইউরোপের বড় বড় সব ক্লাবে। ছিলেন স্প্যানিশ লা লিগায় মেসির বার্সেলোনার প্রবল প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদে। আবার প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজিতে ছিলেন সতীর্থ। পিএসজি ছেড়ে আবারও লা লিগায় ফিরেছেন। বর্তমান ক্লাব বেনফিকা।

ইনজুরির কারণে মেসি জাতীয় দলের সর্বশেষ দুই ম্যাচে খেলেননি। ‘এলএম টেন’র অনুপস্থিতিতে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন ক্ষিপ্ত গতির এই স্ট্রাইকার। এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ শেষে ডি মারিয়া বলেছেন, ‘মেসির অনুপস্থিতি দলের জন্য একদিকে ভালো হয়েছে, অন্যরা তাদের দায়ীত্ব পালনে আরও সচেষ্ট হয়েছে।’ একটা দলের জন্যই এটাই বেশি প্রয়োজন বলে মনে করেন মারিয়া।

দলটার আক্রমণভাগের গুরুত্বপূর্ণ এই সদস্যের এই মনোভাবেই কিনা দারুণ খুশি কোচ স্কালোনি। তার স্বীকৃতি দিতেই কিনা জানিয়ে দিলেন কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে মেসির সাথে ডি মারিয়ার জায়গাটাই কেবল পাকা। ফলে ২৩ সদস্যের বাকি ২১ জনের জন্য ভক্তদের অপেক্ষাটা কেবল বাড়ালেন স্কালোনি।

২১ জুন জর্জিয়ার আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কানাডার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবার কোপা আমেরিকা ফুটবল। ১৬ দলের টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো মাঠে নামবে। ১০ ল্যাটিন দলের সাথে যুক্ত হবে ‘নর্থ, সেন্ট্রাল ও ক্যারিবীয় অঞ্চলের ছয় দল।

টুর্নামেন্টের ফাইনাল হবে ১৫ জুলাই ফ্লোরিডার ‘হার্ড রক স্টেডিয়ামে’।

Exit mobile version