হৃদয় এখন ঢাবির ছাত্র

তাওহীদ হৃদয়

খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক প্রথম বর্ষ) ভর্তির  জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৪৯ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে আছেন জাতীয় দলের ক্রিকেটার মো. তাওহীদ হৃদয়, নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার, জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন ও নারী ফুটবলার ঋতুপর্না চাকমাসহ আরও অনেকে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তালিকাভুক্ত খেলোয়াড়রা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের মাধ্যেমে ভর্তির সুযোগ পেয়েছেন।  নতুন নীতিমালার আওতায় তারা সবাই প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগ পেয়েছেন।

সোমবার থেকে বুধবার পর্যন্ত অফিস চলা সময়ে নির্ধারিত ফি দিয়ে পছন্দ ফর্ম কলা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করে তা জমা দিতে হবে।

খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে গেলো জুলাইয়ে নতুন নীতিমালার আওতায় খেলোয়াড় কোটায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Exit mobile version