আফ্রিকা কাপ অব নেশনসে নাটকীয় জয়ে শেষ আটে মিসর । শেষ ষোলোর লড়াইয়ে অতিরিক্ত সময়ের খেলা শেষে ৩-১ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। মারওয়ান আতিয়া, ইয়াসের ইব্রাহিম ও মোহাম্মদ সালাহ মিসরের হয়ে গোল করেন। বেনিনের হয়ে ব্যবধান কমান ডোসু।
অতিরিক্ত সময়ে জোড়া গোল হজম করলেও বেনিন দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। শুধু তাই নয়, রক্ষণভাগটা এতটাই নিশ্ছিদ্র করেছিল যে, প্রথমার্ধে কোনো গোল পায়নি মিসর। ৬৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় মারওয়ান আতিয়া। তবে শেষ বাঁশি বাজার আগে বেনিন খেলায় সমতা ফিরিয়ে আনে।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময়ে বেনিন আর অভিজ্ঞ মিসরের সঙ্গে পেরে ওঠেনি। বেনিনের পরিশ্রান্ত খেলোয়াড়দের বোকা বানিয়ে একে একে ইয়াসের ইব্রাহিম ও মোহাম্মদ সালাহ গোল করেন। ইব্রাহিম গোল পান ৯৭ মিনিটে। আর সালাহ গোল করেন অতিরিক্ত সময়ের শেষ দিকে।
এ জয়ের ফলে মোহাম্মদ সালাহ’র সামনে শিরোপা জয়ের স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠেছে। ৩৩ বছর বয়সী সালাহ’র ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয়। আগের আসরে ২০০৯ সালে মিসর শেষবারের মতো মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করে। তারপর সালাহ ফাইনালে সঙ্গী হলেও শিরোপা জিততে পারেনি মিসর। এবার সেই সম্ভাবনা দেখছে মিসর। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। আইভরি কোস্ট ও বারকিনো ফাসোর ম্যাচে জয়ী দল মিসরের বিপক্ষে খেলবে। তারপর সেমিফাইনাল ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















