বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বৃষ্টির দাপট। ১৭ ওভারে নেমে আসা ম্যাচও হয়নি পুরোপুরি। ডার্কওয়াথ-লুইস মেথডে ১১ রানে জিতে ইংল্যান্ড এগিয়ে গেছে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে।

পাল্লেকেলেতে বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ ১৭ ওভারে খেলার সিদ্ধান্ত হয়। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ২৪ ও দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন পাথুম নিশঙ্কা ও কুসল মেন্ডিস।

কুসল ২০ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩৭ এবং নিশঙ্কা ২০ বলে ৩ চার, ১ ছয়ে ২৩ রান করেন। এরপর আর খুব বড় জুটি হয়নি শুধু সপ্তম উইকেটে ৩১ রান ছাড়া। দাসুন শানাকা ১৬ বলে ২ ছক্কায় ২০ রান করেন।

ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ৪ ওভারে ১৯ ও স্যাম কারান ৩ ওভারে ৩৮ রান খরচায় ৩টি করে উইকেট নেন। দুটি করে উইকেট শিকার করেন জেমি ওভারটন ও লিয়াম ডওসন।

বৃষ্টির কারণে ১৫ ওভারেই খেলা শেষ, ছবি : সংগৃহীত

জবাবে ইংল্যান্ড ১৫ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করার পর আবার বৃষ্টি নামে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। পরে ডার্কওয়াথ-লুইস মেথডের হিসেবে ১১ রানে জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে।

ওপেনার ফিল সল্ট ৩৫ বলে ৩ চার, ২ ছয়ে ৪৬ ও টম ব্যান্টন ১৫ বলে ৩ চার, ২ ছয়ে ২৯ রান করেন। ইশান মালিঙ্গা ২ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা- ১৩৩/১৬.২ ওভার (কুসল ৩৭, নিশঙ্কা ২৩, শানাকা ২০; আদিল ৩/১৯, কারান ৩/৩৮, ওভারটন ২/১৭, ডওসন ২/৩১)।

ইংল্যান্ড- ১২৫/৪; ১৫ ওভার (সল্ট ৪৬, ব্যান্টন ২৯, বাটলার ১৭, ব্রুক ১৬*; ইশান ২/২৪)।

ফল : ডার্কওয়াথ-লুইস মেথডে শ্রীলঙ্কা ১১ রানে জয়ী।

ম্যাচসেরা : আদিল রশিদ।

Exit mobile version