রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয় , স্বাগতিক শ্রীলঙ্কাকে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারী ইংল্যান্ড। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রেকর্ড দলীয় রান করে ইংলিশরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ১০.৩ ওভারে ২ উইকেটে মাত্র ৪০ রান করতে পেরেছে। এরপর তৃতীয় উইকেটে ১২২ রানের বড় জুটি গড়েন জো রুট ও জ্যাকব বেথেল।
বেথেল ৭২ বলে ৮ চারে ৬৫ রানে বিদায় নিলেও রুট এগিয়ে যান সেঞ্চুরির পথে। ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ১০৮ বলে ৯ চার, ১ ছয়ে ১১১ রানে অপরাজিত থাকেন।

হ্যারি ব্রুকের সঙ্গে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ১৯১ রানের বিশাল জুটি গড়েন রুট। ৫০ ওভারে ৩ উইকেটে ৩৫৭ রান করে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে এটি ইংল্যান্ডের সর্বোচ্চ রান। ১৯৮৩ সালে টন্টনে ৯ উইকেটে ৩৩৩ রান ছিল এর আগে সেরা।
শ্রীলঙ্কায় আগে কখনও ৩০০ রান করতে পারেনি ইংল্যান্ড। ২০০২ সালে কলম্বোর এই মাঠেই ৮ উইকেটে ২৯৮ রান করে তারা জিম্বাবুয়ের বিপক্ষে। এবার ব্রুকের ৬৬ বলে ১১ চার, ৯ ছক্কায় ক্যারিয়ারসেরা ১৩৬ রানের অপরাজিত টর্নেডো ইনিংস মূল ভূমিকা রেখেছে।
জবাবে শ্রীলঙ্কা কয়েকটি জুটিতে- ওপেনিংয়ে ৪৮, দ্বিতীয় ও চতুর্থতে ৩৭, পঞ্চমে ৪৩, সপ্তমে ৫০ ও নবমে ৩৪ রান যোগ করে। উদ্বোধনী জুটি ছাড়া সবগুলোতে অবদান পবন রত্নায়েকের।

পাথুম নিশঙ্কা মাত্র ২৫ বলে ৫ চার, ৩ ছয়ে ৫০ রানে আউট হন। বাকিরা ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৪৬.৪ ওভারে ৩০৪ রানে গুটিয়ে যায়।
ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নামা পবন ১১৫ বলে ১২ চার, ১ ছয়ে ১২১ রানে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড- ৩৫৭/৩; ৫০ ওভার (ব্রুক ১৩৬*, রুট ১১১*, বেথেল ৬৫; ধনঞ্জয়া ১/৪৫)।
শ্রীলঙ্কা- ৩০৪/১০; ৪৬.৪ ওভার (পবন ১২১, নিশঙ্কা ৫০; জ্যাকস ২/৪৩, ডসন ২/৪৮, ওভারটন ২/৪৮, আদিল ২/৬১)।
ফল : ইংল্যান্ড ৫৩ রানে জয়ী।
ম্যাচসেরা : হ্যারি ব্রুক।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।
সিরিজসেরা : জো রুট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















