শেষ মুহূর্তের গোলে বাঁচলো চেলসি
শিরোপা জয়ের দৌড়ে নিজেদের আরো ভালোভাবে এগিয়ে রাখার সুযোগটা কাজে লাগাতে পারলো না ম্যানচেস্টার সিটি। এঞ্জো ফার্নান্দেজের গোলে ম্যানসিটির পয়েন্টে ভাগ চেলসির , ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমার্ধের গোলে এগিয়ে থেকেও তারা ইনজুরি সময়ে গোল হজম করে। নিজেদের মাঠের খেলায় ১-১ গোলে অমীমাংসিতভাবে খেলা শেষ করেছে।
৪২ মিনিটে তিজানির গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ৯৪ মিনিটে এঞ্জো ফার্নান্দেজ গোল পরিশোধ করেন। পয়েন্ট ভাগাভাগির ফলে ২০ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াল ছয়ে। আর্সেনালের সংগ্রহ ৪৮ পয়েন্ট। চেলসির সংগ্রহ ৩১ পয়েন্ট। তাদের অবস্থান পাঁচে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এদিন অনুষ্ঠিত অন্য ম্যাচে লিভারপুল ২-২ গোলে ফুলহামের সঙ্গে, টটেনহাম হস্পার ১-১ গোলে সান্ডারল্যান্ডের সঙ্গে ও ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে লিডস ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে।
ফুলহাম-লিভারপুল ম্যাচে নাটকীয়তা কম ছিল না। ১-১ গোলে যখন ম্যাচ শেষের সব আয়োজন শেষ তখন জয়ের পাল্লা এদিক ওদিক হয়েছে। গাকপো ৯৪ মিনিটে গোল করে লিভারপুলকে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু হালছাড়ার পাত্র ছিল না ফুলহাম। তারা শেষ সময় পর্যন্ত লড়ে গেছে। তার সুফলও পেয়েছে। ৯৭ মিনিটে হিড গোল করে লিভারপুলের মুখের হাসি কেড়ে নেন।
ড্র করে লিভারপুল শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। ২০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪। পয়েন্ট টেবিলে অবস্থান চারে। ম্যানইউ আছে ছয়ে। তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট।
