ভারত বধের পুরস্কার
ভারতকে হারিয়ে পাকিস্তানের ক্রিকেটাররা পাচ্ছেন ১০ মিলিয়ন রুপি । আইসিসির ইভেন্টগুলোয় ভারতের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে কোনোভাবেই পেরে উঠছে না পাকিস্তান। তবে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতকে ১৯১ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে পাকিস্তান যুব ক্রিকেট দল। তাই প্রতি ক্রিকেটারকে ১০ মিলিয়ন পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে দেশের সরকার।
বড়দের ক্রিকেটে এখন আর ভারত-পাকিস্তান লড়াই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখা যায় না। এ বছরই টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সেখানে শিরোপা প্রদান নিয়ে নানা নাটকীয়তাও হয়েছে। কিন্তু যুবাদের এশিয়া কাপে চরম প্রতিশোধ নিয়েছে পাকিস্তান।
যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়ে দেশকে গর্বিত করেছেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ক্রিকেটারদের জন্য বড় পুরস্কার ঘোষণা করা হয়েছে।

যুব এশিয়া কাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেছেন,
প্রধানমন্ত্রী (শেহবাজ শরীফ) প্রতি ক্রিকেটারকে ১০ মিলিয়ন রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ) করে পুরস্কার ঘোষণা দিয়েছেন। তার আশা ভবিষ্যতেও এসব ক্রিকেটার দেশকে গর্বিত করবে।
যুব এশিয়া কাপ জয়ের পর পাকিস্তানের যুব ক্রিকেটাররা সাক্ষাৎ পেয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। সেখানে কী কথা হয়েছে তা জানিয়ে সরফরাজ বলেন,
প্রধানমন্ত্রী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতে প্রশংসা করেছেন। বলেছেন– অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনী দেখিয়েছে এবং সাফল্য অর্জনে ক্রিকেটার ও কোচিং স্টাফদের ছিল ক্লান্তিহীন পরিশ্রম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















