ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থানে এখনও তারা অনড় । তবে বোর্ডপ্রধানের আশা, সবকিছু ঠিক হয়ে যাবে । সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারের সিলেট অঞ্চলের আয়োজনে ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিনুল।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাকে জিজ্ঞেস করা হয়,
পরিচালক আসিফ আকবর বলেছেন, একটা বিশ্বকাপ না খেললে এমন কিছু যায়-আসে না, আপনারও কি এমন মনে হয়?
এছাড়া বিসিবি সভাপতি জানান, এমন মন্তব্যের কথা তার জানা নেই। পরে যোগ করেন, “বিশ্বকাপ তো একটা সুযোগ, চেষ্টা করব খেলতে। সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ…।’
ঠিক হওয়ার সেই অপেক্ষাতেই এখন আছে বিসিবি। ভারতের নিরাপত্তা সঙ্কটের জায়গাগুলি চিহ্নিত করে আইসিসিতে ই-মেইল করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। গত কিছুদিনে ভারতের বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও বিভিন্ন সংগঠন যে হুমকি দিয়েছ, সেসব খবর ও ভিডিওর লিংক সংযুক্ত করা হয়েছে সেই মেইলে।
বিসিবি প্রধান জানালেন, তারা অপেক্ষা করছেন জবাবের। তিনি বলেন,‘আমরা এখনো কোনো উত্তর পাইনি। আমাদের যতগুলো তথ্য দেওয়ার কথা ছিল, সব দিয়ে দিয়েছি। এখন আইসিসির উত্তরের অপেক্ষায় আছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














