আশা করেছিলাম ফাইনাল খেলবে-ফাহিম

‘আশা করেছিলাম ফাইনাল খেলবে’-ফাহিম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। অথচ শিরোপার স্বপ্ন নিয়ে এশিয়া কাপে গিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে ভালো শুরু করেও শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেনি যুবরা। সেমিতে পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয় আজিজুল হাকিম তামিমের দল। তবে বিসিবির পরিচালক বলেন আশা করেছিলাম ফাইনাল খেলবে ।

সেই পাকিস্তান ফাইনালে ভারতকে বড় ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালের আগে দলের বিদায়ে হতাশ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। সোমবার তিনি বলেন,

ওরা যেভাবে খেলছিল, তাতে আশা করেছিলাম যে আমাদের দল ফাইনালে যাবে। যেই উদ্যম ছিল, দলের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সও ছিল। তাদের যে মানসিকতা ছিল, অবশ্যই আশা ছিল যে আমরা ফাইনাল খেলব। তবে এটা এমন একটা দিন, যেখানে আমরা নিজেরাও বুঝতে পারছি এই দলটা আসলে এমন খারাপ করার মতো নয়। হঠাৎ করে একদিন এমন হয়ে গেছে।

এছাড়া তিনি বলেন, ‘ আশা করব এখান থেকে দলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। কারণ এই দলের মধ্যে বেশ কিছু খেলোয়াড় আছে, যারা খুবই সম্ভাবনাময়। ভবিষ্যতে ওরা ভালো লেভেলের ক্রিকেট খেলবে। এটা খুব গুরুত্বপূর্ণ যেন কামব্যাক করে। সামনে আবার বিশ্বকাপও আছে। জয়-পরাজয়ের ব্যাপারটা তো একটা থাকবেই, কে কোন পজিশনে যায় র‍্যাংকিং কি হয় সেটাও থাকবে। কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার গড়ে তোলার জন্য এসব টুর্নামেন্ট খুবই জরুরি ,

এছাড়া তিনি বলেন,

এখান থেকে আমরা বুঝতে পারব আসলে আমাদের ভবিষ্যৎ ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে। ভবিষ্যতে আমরা কতটা শক্তিশালী হব এখান থেকে সেটা বোঝা যাবে। আমরা একটা ম্যাচ খারাপ খেলেছি কোনো সন্দেহ নেই। তবে আমি নিশ্চিত যে এই দল আবার ফিরে আসবে।

Exit mobile version