ভারতেই বিশ্বকাপ খেলতে হবে এই খবর মিথ্যা-বিসিবি

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে এই খবর মিথ্যা-বিসিবি

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে এই খবর মিথ্যা-বিসিবি , ছবি: সংগৃহীত

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে এই খবর মিথ্যা-বিসিবি । মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কী পদক্ষেপ নেয় সেদিকেই এখন দৃষ্টি সবার। এর মধ্যে আইপিএল খেলা বাংলাদেশে সম্প্রচারে বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এমন পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের কাছে জানতে চেয়েছে কেন ভারতে বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ। বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণেই ভারতে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। এরপর আর এ বিষয়ে কোন আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি আইসিসি।

তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন থেকে বুধবার ভোরে জানা গেছে, আইসিসি বাংলাদেশের দাবি মানছে না। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে নতুবা পয়েন্ট কর্তন হবে, এমনটা নাকি আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম খেলালাইভকে মুঠোফোনে জানান,

ক্রিকইনফোর মাঝ রাতের এই খবর সত্য নয়। আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।

ফাহিম বলেন,

আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না। তারপরও আইসিসি আমাদের কাছে আরেকবার গতকাল রাতে বিসিবির কি কি নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আজই আইসিসির কাছে দেওয়া হবে।

তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর সত্য নয় বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমেটির চেয়ারম্যান নাজমুল আবেদিন।

Exit mobile version