রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েই ধাক্কা খেলেন দলটির সাবেক খেলোয়াড় আলভারো আরবেলোয়া। তার প্রশিক্ষণাধীনে রিয়াল মাদ্রিদ বুধবার রাতে প্রথমবার মাঠে নেমেছিল। কোপা দেল রে’র এই ম্যাচে খেলোয়াড়রা তাকে লজ্জায় ডুবিয়েছে। রাউন্ড অব সিক্সটিনে আলবাসিতের কাছে হেরে বিদায় নিয়েছে। ৩-২ গোলে জয় পেয়েছে আলবাসিত। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় বিভাগের দল আলবাসিতের এটা প্রথম জয়।
শক্তির বিপুল পার্থক্য থাকা সত্ত্বেও দুই দলের এ লড়াইয়ে ছিল দারুণ নাটকীয়তা। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আলবাসিতে জয়সূচক গোলের দেখা পায়। তার আগে ইনজুরি সময়ের প্রথম মিনিটে রিয়াল মাদ্রিদ গোল পরিশোধ করে খেলায় সমতায় ফিরেছিল। কিন্তু গনজালো গার্সিয়ার সেই গোলে রিয়াল সমর্থক মুখে হাসি ফুটতে না ফুটতে মিলিয়ে যায়।
৩-২ গোলে হারা ম্যাচে রিয়াল মাদ্রিদ কখনো আধিপত্য করতে পারেনি। প্রতিবারই আগে গোল করেছে স্বাগতিক আলবাসিতে। ৪২ মিনিটে জাভি ভিলারের গোলে এগিয়ে যায় আলসাসিতে। প্রথমার্ধের শেষ সময়ে ফ্রাঙ্কো মাসতানতুয়োনো গোল করে রিয়াল মাদ্রিদকে খেলায় ফিরিয়ে আনে।

খেলা যখন ১-১ গোলে সমতায় শেষ হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে তখনই চমক দেখায় দ্বিতীয় সারির দলটি। ৮২ মিনিটে জেফতের গোলে এগিয়ে যায় তারা। গনজালো গার্সিয়া ৯১ মিনিটে রিয়াল মাদ্রিদকে আবার খেলায় ফিরিয়ে আনেন। কিন্তু তাদের সেই হাসি থাকেনি। তিন মিনিট পরই জেফতে আবার গোল করে আলবাসিতেকে পরবর্তী রাউন্ডে নিয়ে যান। আর রিয়াল মাদ্রিদের লজ্জার বিদায় নিশ্চিত হয়।
কোচ নিয়ে বড় ধরণের ঝামেলায় রয়েছে রিয়াল মাদ্রিদ। সোমবার নিয়মিত কোচ জাবি আলোনসো স্থলাভিষিক্ত হয় রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের কোচ আরবেলোয়া। ২০০৯ সাল থেকে ১৬ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলা আরবেলোয়া ক্লাবের হয়ে বিভিন্ন ধরণের আটটি শিরোপা জয় করেছেন।
বল দখলের লড়াই:সংগৃহীত
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











