বিপিএলে এবার বাবা-ছেলে একই দলে খেলবেন

বিপিএলে এবার বাবা-ছেলে একই দলে খেলবেন

বিপিএলে এবার বাবা-ছেলে একই দলে খেলবেন, ছবি: সংগৃহীত

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় চমক নিয়ে হাজির হচ্ছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। তারা বাবা-ছেলেকে দলে ভিড়িয়েছে। অর্থাৎ আসন্ন দ্বাদশ বিপিএল আসরে নোয়াখালীর হয়ে খেলতে চলেছেন বাবা মোহাম্মদ নবি ও ছেলে হাসান ইসাখিল।

আফগানিস্তানের হয়ে ছেলের সাথে আন্তর্জাতিক ক্রিকেট খেলার আশা ব্যক্ত করেছেন বাবা মোহাম্মদ নবি অনেকবারই। তবে সেটি সত্য হওয়া বেশ কঠিন। কারণ ছেলে হাসান ইসাখিল এখন পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছুতে পারেননি।

বাবা মোহাম্মদ নবি ও ছেলে হাসান ইসাখিলকে নিয়ে নোয়াখালীর পোস্ট, ছবি: ফেসুবক

কিন্তু ছেলের সাথে একই দলে স্বীকৃত বড় কোনো আসরে খেলার আশা পূর্ণ হতে চলেছে নবির।
কারণ নবি ও তার ছেলেকে স্কোয়াডে নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। অভিজ্ঞ আফগান তারকাকে তারা আগেই নিয়েছিল, এবার ঘোষণা দিয়েছে তার ছেলে হাসানকে নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি নবি ও হাসান ইসাখিলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে…এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’

১৯ বছর বয়সি ওপেনার হাসান ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। পরবর্তীতে ওয়ানডে ফরম্যাট থেকে এখনই অবসর না নেওয়ার ব্যাখ্যায় মোহাম্মদ নবি বলেন, ‘(ছেলের সঙ্গে জাতীয় দলে খেলা) এটি আমার স্বপ্ন। আশা করি এটি পূরণ হবে। সে খুব ভালো করছে, সে অনেক পরিশ্রমী এবং আমি তাকে এই কাজে চাপ প্রয়োগ করি। আমি চাই সে তার নিজের লক্ষ্য স্থির করুক। উচ্চতর পর্যায়ের ক্রিকেটার হতে হলে, তাকে পরিশ্রম করতেই হবে।’

হাসান ইসাখিল প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি ৩০টি স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭৩৪ রান করেছেন ২৭ গড় এবং ১২৪ স্ট্রাইকরেটে।

ছেলে হাসান ইসাখিলের সঙ্গে বাবা মোহাস্মদ নবি, ছবি: সংগৃহীত

আর বিপিএল নিলামের কয়েকদিন পর ৪০ বছর বয়সি তারকা মোহাম্মদ নবিকে দলে নেয় নোয়াখালী। বয়স বাড়লেও পারফরম্যান্সের কারণে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার এখনও চাহিদা রয়েছে। এবার ছেলেকে নিয়েই নামবেন বিপিএল অভিযানে নোয়াখালীর হয়ে।

Exit mobile version