ক্রিকেটের মাঠে বাবা ও সন্তানের যুগলবন্দি দেখা মিলেছে অনেক সময়। তবে আফগানিস্তানের শপাগিজা ক্রিকেট লিগ এবং এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই দৃশ্য আরও আলাদা মাত্রা পাবে। বিপিএলে বাবা-ছেলে খেলবে একই দলে । অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি এবং তার ছেলে হাসান ইসাখিলের দুজনেই খেলবেন বিপিএলে নয়াখালী এক্সপ্রেসের হয়ে।
মাঝে চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের শপাগিজা লিগের ফাইনালে বাবা-মেয়ের এই যুগলবন্দি মুখোমুখি হয়েছিল। নবি খেলেছিলেন আইনাক নাইটসের হয়ে, আর হাসান ছিলেন আমো শার্কসের হয়ে। শেষ হাসি হেসেছে সন্তানের দল, বাবার দলকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে হাসানের দল।
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে এবার তারা একসঙ্গে মাঠে নামবেন। ১৯ বছর বয়সী ওপেনার হাসান ইসাখিল ইতোমধ্যেই আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা পেয়েছেন। ৩০ টি-টোয়েন্টি ম্যাচে ৭৩৪ রান, ৬টি ফিফটি এবং সর্বোচ্চ ইনিংস ৭৬ রানের মতো পরিসংখ্যান তাকে দলে বিশেষ গুরুত্বপূর্ণ করেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৪৭ এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রায় ৫০।
৪০ বছর বয়সী মোহাম্মদ নবি বয়সকে পাত্তা না দিয়ে এখনও নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন। অভিজ্ঞতার কারণে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা রয়েছে।
বিপিএল ২০২৫-২৬-এর উদ্বোধনী দিনে , অর্থাৎ ২৬ ডিসেম্বরই নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। বাবা–ছেলের একই দলে খেলার এই ঘটনা এবারের লিগে দর্শকদের জন্য নতুন উত্তেজনা যোগ করেছে।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড:
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।
