বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার শঙ্কা

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের শঙ্কা

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি। এবার বিপিএলের দ্বাদশ এই আসরের পর্দা উঠবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর আগে ২৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ার পথে। মূলত নিরাপত্তাজনিত কারণেই এই অনুষ্ঠান বাতিল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে নানা সংশয় ঘুরপাক খাচ্ছিল। জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানই এখন বাতিলের পথে। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে এই তথ্য জানা গেছে। নিরাপত্তাজনিত কারণেই বাতিল হতে যাচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

অব্শ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত পেতে অপেক্ষায় আছে। বিসিবি সরকারের কাছ থেকে চূড়ান্ত চিঠি পাওয়ার পরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

আগামী ২৬ ডিসেম্বর বিপিএল সিলেটে শুরু হলে সেখানে ১২টি ম্যাচ মাঠে গড়াবে। এরপর চট্টগ্রামে হবে আরও ১২টি ম্যাচ। পরে মিরপুরে ২৩ জানুয়ারি ফাইনাল পর্যন্ত বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবার খেলবে ৬টি দল।

Exit mobile version