ফিফার বর্ষসেরা যারা হলেন

ফিফার বর্ষসেরা যারা হলেন

ফিফার বর্ষসেরা যারা হলেন। ছবি: ফিফার অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেয়া।

গতকাল সন্ধ্যায় কাতারের দোহায় শেষ হয়ে গেল ফিফার সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কারের মঞ্চ। ২০২৫ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কারের আয়োজন এক ঘণ্টার মধ্যেই সম্পন্ন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই অনুষ্ঠানেই জানিয়ে দেয়া হয়েছে এবছরের ফিফার বর্ষসেরা যারা হলেন তাদের তালিকা।

কাতারের দোহায় ফেয়ারমন্ট কাতারা হলে অনুষ্ঠিত ফিফার সেলিব্রেশন ডিনারে মোট ১২টি ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন পিএসজির কোচ লুইস এনরিকে ও ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান। বর্ষসেরা পুরুষ ও নারী কোচের স্বীকৃতি পেয়েছেন তারা দুজন। খেলোয়াড়ি বিভাগে সেরা হয়েছেন উসমান দেম্বেলে ও আইতানা বোনমাতি।

পুরস্কার ঘোষণার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ফিফার ঘোষিত বর্ষসেরা একাদশ। সেখানে জায়গা হয়নি ব্যালন ডি’অর আলোচনায় থাকা কিলিয়ান এমবাপে কিংবা রাফিনিয়ার মতো বড় নামের। বরং নির্বাচিত ১১ জনের মধ্যে ছয়জনই এসেছেন প্যারিস সেন্ট জার্মেইন থেকে, যা একাদশের ভারসাম্য ও ক্লাব প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

গোলপোস্টের নিচে দায়িত্ব পেয়েছেন চলতি বছরের বর্ষসেরা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমা। রক্ষণভাগে আছেন আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো, ভার্জিল ফন ডাইক ও নুনো মেন্দেস। মিডফিল্ডে জায়গা করে নিয়েছেন কোল পালমার, জুড বেলিংহাম, ভিতিনিয়া ও পেদ্রো। আক্রমণভাগে ফিফার পছন্দ লামিনে ইয়ামাল ও উসমান দেম্বেলে।

বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়দের তালিকা

মাত্র এক ঘণ্টার এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষ হলেও ফিফা দ্য বেস্টের একাদশ নিয়ে বিতর্ক ও আলোচনা ফুটবল বিশ্বে চলবে আরও অনেক সময় ধরে।

Exit mobile version