প্রতিবার বিশ্বকাপ শুরুর আগে ট্রফি ট্যুর হয়ে থাকে ফিফা সদস্য কিছু দেশে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ট্রফি আগামীকাল আসছে বাংলাদেশে। ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। ২০ বছর পূর্তি এবার ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। কোকা-কোলার মাধ্যমে গত ২০ বছরে ট্রফিটি মোট ২১১ টি ফিফা সদস্য দেশের ১৮২ টিতে ভ্রমণ করেছে। ১৯৭৮ সাল থেকে কোকা-কোলা ফিফা বিশ্বকাপ-এর অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে।

আগামীকাল ট্রফি আসলেও আয়োজনটা এবার খানিকটা নিভৃতেই হচ্ছে, নেই তেমন কোনো উন্মাদনা। এই মুহূর্তে বিশ্বকাপের ট্রফি ভারতে রয়েছে। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী দিল্লি ও গৌহাটি মিলিয়ে তিন দিনের সফর শেষে আগামীকাল বাংলাদেশে আসার কথা। ভারতে তিন দিন থাকলেও বাংলাদেশে ট্রফির অবস্থানকাল হবে ২৪ ঘন্টারও কম সময়।
আগামীকাল সকাল ১০টায় আগমনের পর রাতেই আবার অন্য দেশে প্রদর্শনের উদ্দেশে ট্রফি বাংলাদেশ ত্যাগ করবে। বিভিন্ন মাধ্যমে এমনটাই জানা গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার সদস্য হলেও বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর ব্যবস্থাপনা ও আয়োজনে তেমন সম্পৃক্ততা নেই। সকল কিছুই ফিফার স্পন্সর কোকা-কোলার তত্ত্বাবধায়নে। বাফুফে কর্মকর্তা, বর্তমান ও সাবেক ফুটবলাররা আমন্ত্রিত হয়ে ছবি তোলার সুযোগ পাবেন।
বিগত কয়েক দিন কোকাকোলার বিশ্বকাপ ট্রফি প্রচারণায় যারা বিজয়ী হয়েছেন তাদেরও মিলবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ। এ ছাড়া কোকাকোলার বিশেষ আমন্ত্রিত ব্যক্তিরাও পাবেন বিশ্বকাপ ট্রফির দেখা।

সকালে ট্রফি আগমনের পর বিমানবন্দরে সামান্য আনুষ্ঠানিকতা রয়েছে। ট্রফি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরিসহ সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ অভ্যর্থনা পর্বে থাকবেন। এরপর সরাসরি হোটেল রেডিসনে আনা হবে।
দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে প্রদর্শনী। এবার ট্রফির সাথে ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার গিলবার্তো সিলভা আসার কথা রয়েছে। তিনি ২০০২ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। ট্রফির সঙ্গে তিনি ভারতেও এসেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















