ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি । নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের। কিংবদন্তি ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো গত শনিবার ট্রফি ট্যুরের বিশেষ বিমান নিয়ে রিয়াদে অবতরণ করেন। এরপর বিমানবন্দরের রানওয়েতেই ট্রফিটি উন্মোচন করা হয়। তখন উপস্থিত ছিলেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন ও শীর্ষ কর্মকর্তারা।
ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি ৩০টি দেশের ৭৫টি স্থানে মোট ১৫০ দিনের বেশি সময় ধরে সফর করবে। ফলে সারা বিশ্বের ফুটবল ভক্তরা এই ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। সফরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি এটি বাংলাদেশের ঢাকায় এসে পৌঁছাবে।
এর আগে ২০০৬ সালের বিশ্বকাপজয়ী দেল পিয়েরো এরপর শিশুদের নিয়ে একটি ফুটবল সেশনে অংশ নেন। ট্রফি ও ইতালির এই সাবেক তারকাকে সামনে পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। তিনি শিশুদের সঙ্গে সময় কাটান এবং মাঠে বিভিন্ন কার্যক্রমে তাকে দেখা যায়।
বাংলাদেশে কোকাকোলার ‘আন্ডার দ্য ক্যাপ’প্রোমো ক্যাম্পেইনে অংশ নিয়ে ভক্তরা ট্রফি দেখার এবং এর সঙ্গে ছবি তোলার টিকিট জিততে পারবেন। এজন্য তাদেরকে ১ লিটারের কোকাকোলা প্রোমো প্যাক কিনতে হবে এবং লেবেলে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে।
স্ক্যান করার পর ভক্তরা সরাসরি ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলা’র ওয়েবপেজে চলে যাবেন। সেখানে বোতলের ছিপির নিচে থাকা বিশেষ কোডটি জমা দিতে হবে এবং ফিফা সংক্রান্ত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় যারা সবচেয়ে দ্রুত উত্তর দেবেন, তারা বিজয়ী হিসেবে তাৎক্ষণিকভাবে ট্রফি দেখার টিকিট পাবেন। এই অফারটি ১৫ নভেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। ক্রেতারা প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ পাবেন।
উল্লেখ্য’আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। আয়োজক হিসেবে থাকছে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। ফুটবলের সর্বোচ্চ আসরে এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে।
