দুবাইয়ে শুরু হচ্ছে ফিফার নতুন বিশ্ব ফুটবল পুরস্কার । বিশ্ব ফুটবলের সেরা উদযাপনে নতুন অধ্যায় যোগ করতে একসঙ্গে কাজ করতে যাচ্ছে ফিফা ও দুবাই স্পোর্টস কাউন্সিল। দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যার মাধ্যমে ২০২৬ সাল থেকে চালু হবে নতুন বার্ষিক বিশ্ব ফুটবল পুরস্কার।
এই আয়োজনটি হবে ফিফার একমাত্র অফিসিয়াল বৈশ্বিক পুরস্কার অনুষ্ঠান, যেখানে মাঠে ও মাঠের বাইরে বছরের সেরা খেলোয়াড়, দল ও অর্জনগুলোকে সম্মান জানানো হবে। প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ২০২৬ সালে, দুবাইয়ে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, দুবাইয়ের সঙ্গে অংশীদারিত্বে এই বিশ্বমানের আয়োজন ফুটবল উদযাপনের নতুন রূপ দেবে। আর দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান শেখ মানসুর বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম জানান, এই উদ্যোগ বিশ্ব ফুটবলে দুবাইয়ের অবস্থান আরও শক্তিশালী করবে।
পুরস্কারের বিভাগ, মনোনয়ন ও ভোটিং পদ্ধতি এবং আয়োজনের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















