মাঠের ঝামেলা ও ক্লাবগুলোর লিগ বর্জন ঘোষণার শঙ্কা নিয়েই শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট! বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে সিসিডিএম চেয়ারম্যান এই ঘোষণা দেন। ঢাকার লিগ ক্রিকেট বর্জন করা ক্লাবগুলির মৌখিক ঘোষণাকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করছে না ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচিতে তাই রাখা হচ্ছে ২০ ক্লাবের সবকটিকেই।
গত ১৮ নভেম্বর প্রথম বিভাগ লিগ শুরুর কথা ছিল। তবে ক্লাবগুলির লিগ বর্জন নিয়ে টানাপোড়েন ও অনিশ্চয়তায় লিগও পিছিয়ে যায় দফায় দফায়। পরে সিদ্ধান্ত হয় এই বৃহস্পতিবার থেকে লিগ শুরুর। কিন্তু আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনা করা সংস্থা সিসিডিএম-এর প্রধান ও বিসিবি পরিচালক আদনান রহমান দীপন জানালেন লিগ শুরুর নতুন তারিখ।
তিনি বলেন,‘১১ তারিখ থেকে আমাদের প্রথম বিভাগ লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হওয়াতে আমরা ১৪ তারিখ থেকে লিগ শুরু করছি। আমরা আজকেই সূচি ছেড়ে দেব। চেষ্টা করছি উদ্বোধনী ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে করতে। এটিই হলো আমাদের এখনকার অবস্থান।’
লিগ বর্জনের ঘোষণা দেওয়া ক্লাবগুলির মধ্যে প্রথম বিভাগের ক্লাব আছে ৮টি। তারা দলবদলে অংশ নেয়নি। তবে সিসিডিএম প্রধান জানালেন, সূচিতে তারা সব ক্লাবকেই রাখছেন। তিনি বলেন,‘আমরা অফিসিয়ালি ২০টি দলই ধরে রাখব। কারণ আমরা এ ধরনের মৌখিক বার্তা পাচ্ছি (লিগ বর্জনের), কিন্তু সূচি ছাড়ছি ২০ দল নিয়েই।’
এতগুলি ক্লাব শেষ পর্যন্ত লিগ বর্জন করলে অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পাবেন না। তাদের জন্য বিকল্প কোনো লিগ বা বিশেষ ব্যবস্থার কথা বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল আগে। বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ এখানে সুনির্দিষ্ট কিছু না বললেও আশ্বাস দিয়ে রাখলেন।
এছাড়া তিনি বলেন,‘তাদের ব্যাপারে চিন্তা করছে বোর্ড। এই মুহূর্তে বোর্ড খেলা শুরু করা নিয়েই ভাবছে। তারপর ওদের খেলা নিয়ে কী করা যায়, চিন্তা করছে বোর্ড।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















