বিপিএলের প্রথম হ্যাটট্রিক রানার । চলতি বিপিএলের দ্বিতীয় দিন বল হাতে হ্যাটট্রিক উপহার দিয়েছেন নোয়াখালীর রানা। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথমবার হ্যাটট্রিকের কীর্তি গড়লেন বাংলাদেশের এই পেসার। শনিবার রাতে জিততে সিলেটের যখন প্রয়োজন ১৮ বলে ২৪ রান, সেই মুহূর্তে আক্রমণে এসে দুর্দান্ত বোলিং উপহার দিলেন মেহেদী হাসান রানা। চমৎকার হ্যাটট্রিকে লড়াই জমিয়ে দিলেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার। সিলেটে শনিবার স্বাগতিকদের বিপক্ষে ১৮তম ওভারে বোলিংয়ে এসে শেষ টানা তিন বলে উইকেট নেন রানা। বিপিএলে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই এটি তার প্রথম হ্যাটট্রিক।

ম্যাচে চার ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন রানা। তার কীর্তি গড়ার দিনটি শেষ পর্যন্ত যদিও জয়ে রাঙাতে পারল না নোয়াখালী। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটি শেষ বলে এক উইকেটে জিতে যায় সিলেট।
১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ১৭ ওভার শেষে সিলেটের রান ছিল ৫ উইকেটে ১২০। টি-টোয়েন্টিতে শেষ তিন ওভারে ২৪ রানের সমীকরণ মেলানো মামুলি ব্যাপার। বোলিংয়ে এসে প্রতিপক্ষের জন্য সেটাই কঠিন করে তোলেন রানা।
নিজের শেষ ওভারে চতুর্থ ডেলিভারিতে মেহেদী হাসান মিরাজকে করেন কট বিহাইন্ড। পঞ্চম বলে এলবিডব্লিউ হন নাসুম আহমেদ। আর ওভারের শেষ বলে খালেদ আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিকের উল্লাসে মাতেন রানা।
বিপিএলের সবশেষ আসরেও হয়েছিল হ্যাটট্রিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মইন আলি পেয়েছিলেন এই স্বাদ। এবার আসরের প্রথম হ্যাটট্রিক এলো রানার সৌজন্যে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে হ্যাটট্রিক করা নবম বোলার রানা। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে একাধিকবার এই স্বাদ পাননি কেউ। যদিও শেষ বলে হেরেছে নোয়াখালী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















