মারা গেছেন ফুটবলের পিকাসো খ্যাত নটিংহাম ফরেস্টের জন রবার্টসন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
১৯৮০ সালে নটিংহার ফরেস্টের ইউরোপিয়ান কাপ ধরে রাখার মিশনে ফাইনাল ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন রবার্টসন। সেই শেষ। নটিংহাম আর কখনো ইউরোপিয়ান কাপ জয় করতে পারেনি। ১৯৮১ সালে স্কটল্যান্ডের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন তিনি। আর ১৯৮২ সালে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের জয় পাওয়া ম্যাচে একমাত্র গোলটি ছিল তার।
খেলা শেষে কোচ হিসেবে ক্যারিয়ার শুরুর আগে জাতীয় দলের হয়ে তার খেলা ম্যাচের সংখ্যা ছিল ২৮।
নর্থ ল্যাঙ্কাশায়ারের ভিউপার্কে জম্ম নেওয়া জন রবার্টসন ক্যারিয়ারে ৪৬৯টি ক্লাব ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬৪টি। কোচিং ক্যারিয়ারে তিনি অ্যাস্টন ভিলা, সেল্টিক, লেস্টার সিটি, নরউইচ সিটির হয়ে কাজ করেছেন।
ক্যারিয়ারে তিনি প্রিমিয়ার লিগ, লিগ কাপ, এফএ চ্যারিটি শিল্ড, ইউরোপিয়ান কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও অ্যাঙ্গলো স্কটিশ কাপ জয় করেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















