পরিবারসহ প্রাণে বাঁচলেন মার্টিন দেমিকেলিস
ইংরেজি নববর্ষের রাতে সমুদ্রের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন। ওই সময় কয়েকজন সার্ফারের প্রচেষ্টায় পরিবারসহ প্রাণে বাঁচলেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার মার্টিন দেমিকেলিস। তার সঙ্গে আটকে পড়া পরিবারের বাকি সদস্যরাও একইভাবে বেঁচে গেছেন।

নববর্ষের প্রথম রাতে ছুটি কাটাতে পরিবারসহ উরুগুয়ে যান দেমিকেলিস। মূলত ৩১ ডিসেম্বর পুন্তা দেল এস্তের কাছে হোসে ইগনাসিও এলাকার লাগুনা এসকোনদিদা সৈকতে গিয়েছিলেন। সেই রাতে তিনি, তার বড় ছেলে বাস্তিয়ান ও ভাতিজি কামিলা সমুদ্রে নামেন। তবে ওই সৈকতে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল।
প্রবল স্রোতে সবাই আটকা পড়েন এবং একপর্যায়ে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় টিভি অনুষ্ঠান ‘আ লা তার্দে’ জানায়, সমুদ্রে নামার কিছুক্ষণ পরই শক্তিশালী স্রোত ও ঢেউয়ের কারণে তারা তীরে ফিরতে পারেননি। ধীরে ধীরে স্রোত তাদের আরও গভীরের দিকে নিয়ে যায়। একপর্যায়ে সমুদ্রের প্রবল শক্তির কাছে অসহায় হয়ে পড়েন তারা।
ভিডিও ফুটেজেও দেখা গেছে উত্তাল সমুদ্রে সাহায্যের জন্য লড়াই করছেন দেমিকেলিস, তার ছেলে ও ভাতিজি। পরিস্থিতি আঁচ করতে পেরে কাছাকাছি আরেকটি সৈকতে সার্ফিং করা কয়েকজন সার্ফার দ্রুত এগিয়ে আসেন। সার্ফবোর্ড ব্যবহার করে তারা একে একে সবাইকে নিরাপদে তীরে তুলে আনেন।
একজন স্থানীয় সাংবাদিক জানান, ‘লাইফগার্ডবিহীন এলাকায় পুরো পরিবারসহ দেমিকেলিসকে আমরা ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছি।’ বলা যেতে পারে দেমিকেলিস ও তার পরিবারের জন্য এটি ছিল চরম আতঙ্কের মুহূর্ত এবং প্রাণে বেঁচেছেন তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















