মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে গুজরাট পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিন । তার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করা হয়েছে।
গুজরাটের ভাদোদরা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত (২৭ জানুয়ারি) আনুমানিক ২টা ৩০ মিনিটে অকোটা এলাকার পুনিত নাগর সোসাইটির কাছে একটি এমজি হেক্টর গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ৫৩ বছর বয়সী জ্যাকব মার্টিন। এই সময় রাস্তার পাশে দাঁড়ানো তিনটি গাড়িতে ধাক্কা মারেন। এতে গাড়িগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশের সন্দেহ ৫৩ বছর বয়সী মার্টিন ওই সময় নেশাগ্রস্ত ছিলেন। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের অভিযোগের পর মার্টিনের বিরুদ্ধে ‘ড্রাঙ্ক ও ড্রাইভিং’ ও ‘র্যাশ ড্রাইভিং’ আইনে গ্রেপ্তার করা হয়। এদিকে, মার্টিনের এমজি হেক্টর গাড়িটিও জব্দ করা হয়েছে।
ভারতের জার্সিতে ১০ ওয়ানডে খেলা মার্টিন এর আগেও একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। হয়েছিলেন মারাত্নক আহত। ২০১৮ সালের ডিসেম্বরে গুজরাটের বারোদায় দুর্ঘটনার শিকার মার্টিনের লিভার ও ফুসফুস মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়। ২৮ ডিসেম্বর সেসময় তাকে প্রায় এক মাসের মতো আই.সি.ইউতে রাখা হয়। তার হাসপাতালের বিল পরিশোধের জন্য দেশটির ক্রিকেটাঙ্গন থেকে ১৬ লাখ রুপি সাহায্য এসেছিলো।

সে সময় জ্যাকব মার্টিনের স্ত্রী কায়াতি মার্টিন জানিয়েছিলেন, তাদের আর্থিক অবস্থাটা এতোটাই খারাপ যে, বিল পরিশোধ না করতে পারায় হাসপাতাল কর্তৃপক্ষ ভেন্টিলেশন খুলে ফেলতে চেয়েছিলো। মার্টিনের দু:সময়ে আশিষ নেহরা, জহির খান, ক্রুনাল পান্ডিয়ার মতো ক্রিকেটাররা প্রকাশ্যে এগিয়ে এসেছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














