বিজয় দিবস প্রীতি ম্যাচে সাবেক নারী ও পুরুষ ফুটবলার
বাংলাদেশের নারী ফুটবল এখন বেশ জনপ্রিয়। একের পর এক সাফল্যই মেয়েদের ফুটবল দেশের মানুষকে আকৃষ্ট করতে পেরেছে। তাই এবার বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে সাবেক নারী – পুরুষ ফুটবলার নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার ব্যতিক্রমী উদ্যোগ নেয় বিজয় দিবস প্রীতি ফুটবল আয়োজনের ক্ষেত্রে। আজ নারী সাবেক ফুটবলারদের জন্যও প্রীতি ম্যাচ আয়োজন করে বাফুফে। সাবেক নারী ফুটবলারদের সংখ্যা খুব বেশি নয়। অনেকে গৃহিণী কিংবা ব্যক্তিগত জীবনে ব্যস্ত।

আজ প্রীতি ম্যাচ উপলক্ষ্যে অনেকেই অতীত স্মৃতিতে ফিরেছেন। ৩০ মিনিটের নারী প্রদর্শনী ম্যাচে গ্রিন টিম ১-০ গোলে জয় পায়। ম্যাচের একমাত্র গোলটি করেন শ্রাবণী। খুরশিদা খাতুন খুশি, মাহমুদা খাতুন আদিতি, উম্মে হাফসা রুমকি, সুরভি আক্তার, রেশমা খাতুনসহ আরও অনেক পরিচিত মুখ আবারও মাঠে নামেন।
পরে অনুষ্ঠিত হয় ৪৫ মিনিটের পুরুষ ফুটবল প্রদর্শনী ম্যাচ। সেখানে গ্রিন টিম ৪-২ গোলে রেড টিমকে পরাজিত করে। ওয়ালি ফয়সাল বাঁ পায়ের দুর্দান্ত কার্লিং ফ্রি-কিকে ও জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি তার চিরচেনা ১০ নম্বর জার্সিতে মাঠে নেমে দর্শকদের আনন্দ দিয়েছেন।
সাবেক খেলোয়াড়রা পরিবার নিয়ে এসেছিলেন, সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়েছেন হাসি, গল্প আর পুরোনো স্মৃতি। গ্যালারিতে উপস্থিত ছিলেন বর্তমান নারী জাতীয় দলের তারকারা-রুপনা চাকমা, স্বপ্না রানী, তাহুরা খাতুন, উমেলা মারমারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















