খুলনার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
দেশের ফুটবলাঙ্গনের এক প্রিয় মুখ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও অভিজ্ঞ ফুটবল কোচ ‘নিরা’ । না-ফেরার দেশে সাবেক জাতীয় ফুটবলার নিরা । গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মাগরিবের নামাজের পর খুলনা মোহামেডান ক্লাবে অবস্থান করছিলেন নিরা। সেখানে তিনি দুজন সিনিয়র খেলোয়াড়কে ইনজুরি-পরবর্তী ফিজিওথেরাপি দিচ্ছিলেন। দ্বিতীয় খেলোয়াড়কে সেবা দেওয়ার সময় হঠাৎ তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে বাসায় নেওয়া হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হার্ট অ্যাটাকই তার মৃত্যুর কারণ।

খুলনা ইয়ং মুসলিম ক্লাবের হয়ে ফুটবলের আঙিনায় পা রাখা নিরার ক্যারিয়ার ছিল অত্যন্ত বর্ণাঢ্য। তিনি দেশসেরা ক্লাব ঢাকা আবাহনী, খুলনা আবাহনী ও খুলনা মুসলিম ক্লাবের হয়ে দীর্ঘকাল রক্ষণভাগ সামলেছেন। তার অসামান্য নৈপুণ্যে তিনি জাতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছিলেন।
খেলোয়াড়ি জীবন শেষে তিনি নিজেকে ফুটবল সংগঠক ও প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন একজন ‘এ’ লাইসেন্সধারী ফুটবল কোচ। খুলনা জেলা দলের কোচের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজের একটি ফুটবল একাডেমি পরিচালনা করতেন। মৃত্যুকালে তিনি খুলনা সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে নিরা এক পুত্র সন্তানের জনক। আজ বুধবার জোহর নামাজের পর খুলনার টুটপাড়া পাইপের মোড় সংলগ্ন মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
তার এই আকস্মিক মৃত্যুতে খুলনার ক্রীড়াঙ্গনসহ দেশের ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। নিবেদিতপ্রাণ এই ফুটবল ব্যক্তিত্বের বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও তার প্রাক্তন সতীর্থরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















