ভারতে বিশ্বকাপ না খেলার পরামর্শ সাবেকদের । ভারতের বিভিন্ন উগ্রবাদী সংগঠনের হুমকির জেরে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ অবস্থায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ হবে সেটা নিয়েও চারিদিকে প্রশ্ন উঠছে। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশ সরকারের শীর্ষ এক মন্ত্রী, ভারতে টাইগারদের নিরাপত্তার শঙ্কায় নতুন পরামর্শ দিয়েছেন। ফলে গুঞ্জন উঠেছে নিরাপত্তার ইসুতে আগামী মাসে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নাও নিতে পারে টাইগাররা।
জাতীয় দলের সাবেক একাধিক তারকা ক্রিকেটার একই প্রশ্ন তুলেছেন। অবশ্য তাদের এই প্রশ্ন তোলার পেছনে যুক্তিও আছে। খেলা লাইভ একাধিক সাবেক তারকা ক্রিকেটারের সাথে যোগাযোগ করলে তারা বলেন,‘যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছে না সেখানে বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, মোস্তাফিজ যেখানে চুক্তি করেও খেলতে পারে সেখানে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ নয়। এজন্য বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে বিসিবিকে আইসিসিতে চিঠি দেয়ার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















